পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক ঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে পাকিস্তানের কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে নিযুক্ত দুই কূটনীতিক নিখোঁজ হয়েছেন। গতকাল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত শুক্রবার জালালাবাদ থেকে পাকিস্তানের উদ্দেশে আসার পথে নিখোঁজ হন তাদের দুই কূটনীতিক। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিজ জাকারিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, আফগান কর্তৃপক্ষের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছে ইসলামাবাদ এবং কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত ও অবিলম্বে তাদের উদ্ধার করার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ চলছে।
বিবৃতিতে আরো বলা হয়, কূটনীতিকদের উদ্ধারে যা করা প্রয়োজন, তা করতে আফগান সরকারকে অনুরোধ জানিয়েছে পাকিস্তান। এ ধরনের হীন অপরাধের সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনারও অনুরোধ করা হয়েছে। আফগান সরকার কূটনীতিকদের সন্ধান ও উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছে বলে জানিয়েছে পাকিস্তান। নিখোঁজ কূটনীতিকদের উদ্ধারে তিনটি কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। কূটনীতিকদের নিখোঁজ হওয়ার পেছনে কাদের হাত থাকতে পারে সে সম্পর্কে বিবৃতিতে কিছু জানানো হয়নি। তবে সাধারণত এ ধরনের কাজ করে থাকে আফগান জঙ্গিরা। সূত্র : ডন অনলাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।