পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : ধর্ষণের অভিযোগে অভিনেতা তানভীর তনুকে গ্রেফতারর করা হয়েছে। গত শুক্রবার রূপনগর আবাসিক এলাকার নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গতকাল পুলিশ তাকে ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করে রিমান্ডে আবেদন করলে আদাল তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।
মামলায় বলা হয়েছে, বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় তানভীর তনুর। তার স্ত্রী থাকার পরও তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণীকে বিদেশে নিয়ে যেতে চেয়েছিলেন তানভীর তনু। ওই তরুণীর অভিযোগ, গত ৬ মে তানভীর তনু তাঁর নিজের বাসায় ডেকে নেন। এ সময় তাঁর স্ত্রী বাসায় ছিলেন না। তবে তানভীর তনুর এক বন্ধু ছিলেন। একপর্যায়ে তরুণীকে ধর্ষণ করেন তিনি। এরপর বন্ধুকেও ধর্ষণ করতে বলেন তানভীর তনু। একপর্যায়ে ওই তরুণী পালিয়ে আসেন। এ ঘটনার পর তানভীর তনু পলাতক ছিলেন। তবে তিনি বাসায় ফিরে আসার খবর পেয়ে ওই তরুণী পুলিশকে খবর দেন। এরপরই সেখান থেকে তানভীর তনুকে পুলিশ গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।