২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
মুখের আলসার বা ঘাঁ প্রায়ই দেখা যায় যে সব রোগীদের কোষ বিনাশকারী ওষুধ যেমন মিথোটিক্সেট দ্বারা চিকিৎসা করা হয়। এছাড়া পেনিসিলামাইন, ক্যাপটোপ্রিল এবং অন্যান্য অঈঊ ইনহিবিটর জাতীয় ওষুধ দ্বারা চিকিৎসা প্রদান করলে ও মুখের অভ্যন্তরে আলসার বা ঘাঁ দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে ফিনাইটয়েন্ট জাতীয় ওষুধ দ্বারা চিকিৎসা চললে ফলেটের অভাব এবং ম্যাক্রোসাইটিক রক্তস্বল্পতা মঝে মাঝে দেখা দিয়ে থাকে। এসময় মুখে মারাত্মক অ্যাপথাস আলসার দেখা দিয়ে থাকে। কিছু ওষুধ যেমন ক্লোজাপিন লালার উৎপাদন বৃদ্ধি করতে পারে। এসময় কিছু রোগী অতিরিক্ত লালা নিয়ে অসুবিধায় পড়ে থাকেন এবং এর ফলে মুখের কোনায় ঘাঁ হতে পারে। স্টেরয়েড বিহীন প্রদাহ বিনাশকারী ওষুধ, মথাইলডোপা, মেট্রোনিডাজল, ক্লোরোকুইন, ওরাল ডায়াবেটিকস্, ডাইয়্যুরেটিকস্, ফেনোথিয়াজিনস জাতীয় ওষুধ সেবনের কারণে মুখের অভ্যন্তরে সাদা ষ্ট্রাই, আলসার দেখা দিয়ে থাকে। এক্ষেত্রে মুখের অভ্যন্তরে লাইকেনয়েড রিঅ্যাকশন লক্ষ করা যায়। লাইকেনয়েড রিঅ্যাকশনের ক্ষেত্রে সাদা প্যাচগুলোর সাথে লাইকেন প্ল্যানাসের সাদা প্যাচগুলোর পার্থক্য ক্লিনিক্যালি সব সময় নিরূপন করা যায় না। তাই এক্ষেত্রে চিকিৎসার সময় সাবধানতা অবলম্বন করতে হবে এবং রোগীর
রোগের ইতিহাস, বর্তমান ও অতীতের ওষুধের বিস্তারিত বিবরণ জানতে হবে। কোনো কারণে এসপিরিন ট্যাবলেট মুখের
মিউকোসায় জমে থাকলে তবে সেখানে আলসার বা ঘাঁ সৃষ্টি হতে পারে। কারণ এসপিরিন ট্যাবলেটে স্যালিসাইলিক এসিড
বিদ্যমান। দন্তক্ষয়ের কারণে দাঁত ব্যথা হলে দাঁতের ক্যাভিটি বা ক্ষয়যুক্ত স্থানে ইউজিনল নামক তরল ওষুধ প্রয়োগ করা হয়। যদি ইউজিনল নামক তরল ওষুধটি মুখের মিউকোসাতে অসাবধানতাবশত পড়ে যায় আর সেটি পরিষ্কার বা ওয়াস না করলে ঐ স্থানে আলসার বা ক্ষত সৃষ্টি হতে পারে। ওষুধ জনিত কারণে মুখের আলসার সাধারণত একটি হয়ে থাকে যা
জিহŸার পাশে দেখা দিয়ে থাকে। গদ বাধা চিকিৎসায় ওষুধ জনিত মুখের আলসার ভাল হয় না। এক্ষেত্রে পেরিওডিক ফলোআপের মাধ্যমে যথাযথ চিকিৎসা প্রদান করতে হবে।
ষ ডাঃ মোঃ ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
মোবাইল ঃ ০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল ঃ ফৎ.ভধৎঁয়ঁ@মসধরষ.পড়স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।