মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাট্টিস বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উত্তর কোরিয়াকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করেন। উত্তর কোরিয়াকে মোকাবিলায় দ্রæত পদক্ষেপ নেওয়া দরকার এবং প্রয়োজনে যুদ্ধের আভাসও তিনি দিয়েছেন। গত সোমবার হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে দেয়া এক লিখিত বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ম্যাট্টিস বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচী স্পষ্টভাবে সবার জন্যই এক বিশাল হুমকি। আর ক্ষমতাসীনদের উসকানিমূলক কর্মকাÐ আন্তর্জাতিক আইনে অবৈধ। জাতিসংঘের সমালোচনা ও নিষেধাজ্ঞা সত্তে¡ও সেখানকার ক্ষমতাসীনরা এ প্রক্রিয়া থেকে সরে আসেনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ১৯৫৩ সালের পর থেকে আমরা যুদ্ধের মতো কিছু দেখতে পাইনি। যে কোনও মাত্রার বল প্রয়োগই করতে হোক কেন, তা আমাদের করতে হবে। এটা হবে খুবই তাৎপর্যপূর্ণ যুদ্ধ। ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধ শেষে দেখা যায়, এতে কয়েক লাখ কোরীয় নিহত হন। সে সময় থেকে ৩৬ হাজার মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ায় স্থায়ীভাবে অবস্থান করছে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং ইউন-ইয়ং জানিয়েছেন, সিউল উত্তর কোরিয়ার হাত থেকে রক্ষার জন্য মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থান মোতায়েন করতে বদ্ধপরিকর। ম্যাট্টিস সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তর কোরিয়া বর্তমানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। তিনি পিয়ংইয়ং’র অস্ত্র কর্মসূচিকে সারাবিশ্বের জন বিপদ বলেও অভিহিত করেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের বাজেট নিয়ে কংগ্রেসে শুনানির আগে এক লিখিত সাক্ষ্যে এ সতর্কবাণী উচ্চারণ করেন ম্যাট্টিস। তিনি বলেন, উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র কর্মসূচির গতি ও পাল্লা বৃদ্ধি করছে। জাতিসংঘের নিন্দা ও নিষেধাজ্ঞা সত্তে¡ও উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করছে না। কংগ্রেসের কাছ থেকে পেন্টাগনের জন্য অতিরিক্ত বাজেট আদায়ের জন্য আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার জন্য কথিত কিছু বিপদের আভাস দেন ম্যাট্টিস। তিনি সতর্ক করে দিয়ে বলেন, চীন ও রাশিয়া সামরিক দিক দিয়ে ব্যাপক শক্তি অর্জন করায় আন্তর্জাতিক অঙ্গনে সামরিক শক্তির ভারসাম্য হুমকির মুখে পড়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।