Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ১২:০০ এএম

৩ শান্তিরক্ষী নিহত

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর তিন সদস্য মালিতে নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় মালিতে ঘাঁটির বাইরে হামলায় এ তিন সদস্য নিহত হয়েছে। নিহতরা সবাই তার দেশের সেনা বলে জানিয়েছে গিনির সরকার। অবশ্য হামলাকারীদের পরিচয় জানা যায়নি। জাতিসংঘ বিবৃতিতে জানানো হয়েছে, শান্তিরক্ষী বাহিনীর শিবির লক্ষ্য করে ভারি মর্টার হামলা চালানো হয়েছিল। হামলায় পাঁচজন আহতও হয়েছিল। এরপর ঘাটির বাইরে চোরাগোপ্তা হামলায় জাতিসংঘের তিন সেনা নিহত হয়। রয়টার্স।

হামলায় নিহত ৩১
ইনকিলাব ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে মুসাইব শহরের একটি মার্কেটে আইএসের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। হামলায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা এবং মেডিকেল সূত্র। কারবালায় একটি ব্যর্থ হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হল। কারবালার হামলায় কেউ নিহত হননি, তবে চার জন আহত হয়েছেন। উভয় হামলার দায় স্বীকার করেছে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস। পার্সটুডে।

চীনে প্রবল বৃষ্টি
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ চীনের চংকিং পৌর এলাকায় গত দু’দিনের প্রবল বৃষ্টিতে ২ জনের প্রাণহানি ও ১ জন নিখোঁজ হয়েছে। চীনা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা শনিবার এ খবর দিয়েছে। চংকিং জেলার বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ ত্রান দপ্তরের প্রধান কার্যালয় থেকে বলা হয়েছে, প্রবল বর্ষণের কারনে গত বৃহস্পতি ও শুক্রবার হিচুয়ান, বিইবেই, ইয়োবি ও টংলিংক জেলায় কমপক্ষে ১ লাখ ৮ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। সিনহুয়া।

গ্রামবাসীর গলা কেটে
ইনকিলাব ডেস্ক : বোকো হারাম নাইজেরিয়ার চার গ্রামবাসীর গলা কেটে হত্যা করেছে। জিহাদি গ্রুপের সিনিয়র এক সদস্যকে গ্রেফতারের প্রতিশোধ নিতে তারা এ হত্যাকাÐ ঘটাল। গত শুক্রবার গ্রামবাসীরা বার্তা সংস্থাকে একথা জানান। গত বৃহস্পতিবার মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা গোজার কাছের ক্যামেরুন সীমান্তবর্তী হামবাগদা গ্রামে হামলা চালিয়ে ছয়জনকে অপহরণ করে। পরে এদের মধ্যে চারজনকে তারা গলা কেটে হত্যা করে। এএফপি।

কিশোরসহ নিহত ৬
ইনকিলাব ডেস্ক : মেক্সিকোর একাপুলকোতে একটি রির্সোটের কাছাকাছি এক বাসায় হামলা চালিয়ে শিশু ও নারীসহ ছয়জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, বন্দুকধারীরা দক্ষিণাঞ্চলীয় ছোট্ট শহর সান পেডরো কাকাহুয়াটেপেক-এর ওই বাড়ির ভিতর ঢুকে শুক্রবার গুলি চালাতে শুরু করে। এতে একই পরিবারের ছয়জন নিহত হয়। নিহতদের মধ্যে একটি শিশু, একজন কিশোর, তিনজন নারী ও একজন পুরুষ রয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে একথা জানায়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ