মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সম্রাটের সিংহাসন ত্যাগের বিলে অনুমোদন দিলো জাপান পার্লামেন্ট। দুইশ’ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো সম্রাটকে সিংহাসন ছাড়ার সুযোগ করে দিতে গতকাল শুক্রবার এ বিলটির অনুমোদন দেয়া হলো। ৮৩ বছরের সম্রাট আকিহোতোর এরই মধ্যে হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে এবং তার প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা চলছে। গত বছর টেলিভিশন ভাষণে তিনি বলেছিলেন, বয়স ও স্বাস্থ্যের ক্রমাবনতির কারণে তার জন্য দায়িত্ব পালন করা কঠিন হয়ে উঠছে। ১৯৮৯ সালে পিতা সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর সিংহাসনে বসেন আকিহিতো। তিনি সিংহাসন ত্যাগ করলে সেখানে আসীন হবেন তার পুত্র ৫৭ বছরের নারুহিতো। গত সপ্তাহে পার্লামেন্টের নি¤œকক্ষে সম্রাটের সিংহাসন ত্যাগের বিলটি পাস হয়। শুক্রবার সকালে এটি উচ্চকক্ষে অনুমোদনের জন্য তোলা হয়। জাপানি টেলিভিশন চ্যানেলে দেখা গেছে, উচ্চকক্ষের সদস্যরা হাত তুলে বিলটির অনুমোদন দেন। এনএইচকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।