পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকায় নিযুক্ত জাপান রাষ্ট্রদূত ইতো নাওকি জানিয়েছেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। সোমবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ইতো নাওকি বলেন, প্রত্যাবাসন একটি বড় চ্যালেঞ্জ, তবে দেশটির বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়।
এছাড়া বাংলাদেশে আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সহযোগিতা করতে আন্তর্জাতিক মহল এগিয়ে আসবে বলে আশা করছেন তিনি। বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। একই সঙ্গে সহিংসতা নিয়েও উদ্বেগ আগে থেকেই আছে। তবে এবারে তেমনটি না হওয়ার বিষয়েও আশাবাদী তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।