বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : হজযাত্রীদের কাছ থেকে হজ প্যাকেজের বর্ধিত ব্যয়ের টাকা আদায়ের দাবীতে আজ শনিবার বাদ যোহর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর পার্শ্বে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনে হজ এজেন্সি’র মালিকদের উদ্যোগে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। হাদী ট্রাভেলসের স্বত্বাধিকারী হেদায়াতুল্লাহ হাদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৯ সদস্য বিশিষ্ট কমিটি’র নেতৃবৃন্দসহ হজ এজেন্সি’র মালিক-প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। মক্কা-মদিনায় হাজীদের বাড়ী ভাড়া , মিনায় তাবুর ভাড়া, সউদী রিয়াল ও মার্কিন ডলারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় হজ এজেন্সি’র মালিকরা হজ প্যাকেজের চেয়ে বেড়ে যাওয়া অতিরিক্ত টাকার আদায়ের দাবীতে মতবিনিময় সভায় মিলিত হচ্ছে। হজ এজেন্সি’র মালিকরা বলেছেন, হজ প্যাকেজের মূল্যের চেয়ে অতিরিক্ত প্রায় ত্রিশ হাজার টাকা বেশি খরচ গুনতে হবে এবার হজ মৌসুমে। এতে হজ এজেন্সিগুলো হাজীদের সেবা দিতে কতটুকু সক্ষম হবে তা’ নিয়ে সংশয় দেখা দিচ্ছে। গতকাল শুক্রবার বাদ যোহর পুরানা পল্টনস্থ কসমিক টাওয়ারে প্রস্তুতিমূলক সভায় নেতৃবৃন্দ একথা বলেন। সউদী আরবে হজের আনুষাঙ্গিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় হজ এজেন্সিগুলো পূর্বের নির্ধারিত হজ প্যাকেজের মূল্যের চেয়ে অতিরিক্ত ২৫ হাজার টাকা থেকে ত্রিশ হাজার টাকা বাড়িয়ে দিতে হজযাত্রীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। এতে আরো বক্তব্য রাখেন , মাওলানা সেলিম হাসাইন আজাদী, এইচ এম হানজালা, জুনায়েদ গোলজার, বদিউজ্জামান, জাহাঙ্গীর আলম, আব্দুল মালেক, নেছার উদ্দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।