পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ভারত প্রস্তুত হর্ষবর্ধন শ্রিংলা
চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশের দুর্গত মানুষের সাহায্যের ত্রাণ নিয়ে আসতে আরও কয়েকটি জাহাজ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বাংলাদেশের এই দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ভারত প্রস্তুত বলে জানান তিনি।
গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম বন্দরের পাঁচ নম্বর জেটিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে ভারতীয় জাহাজে নিয়ে আসা ত্রাণ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন ভারতীয় হাই কমিশনার। এর আগে সকাল ৭টায় ত্রাণ সামগ্রী ও গভীর সমুদ্র থেকে উদ্ধার করা ৩৩ বাংলাদেশী জেলেকে নিয়ে চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙর করে ভারতীয় জাহাজ ‘আইএনএস সুমিত্রা’। জাহাজে প্যাকেটজাত খাবার, তাবু, কাপড়-চোপড় ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে। হাই কমিশনার বলেন, ঘূর্ণিঝড় মোরায় নিহতের ঘটনায় আমরা শোক জানাচ্ছি। তিনি বলেন, দুর্গতদের পাশে দাঁড়াতে জাহাজে করে ত্রাণ সামগ্রী নিয়ে আসা হয়েছে। আমরা আরও জাহাজ প্রস্তুত রেখেছি যাতে ত্রাণসামগ্রী বিতরণসহ বাংলাদেশের যেকোন প্রয়োজনে কাজে আসতে পারে।
আইএনএস সুমিত্রা থেকে মালামাল খালাস হচ্ছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের যদি আরও সাহায্য লাগে আমরা সেটা দেয়ার জন্য প্রস্তুত রয়েছি। জাহাজটি বাংলাদেশে আসার পথে ৩৩ জেলেকে উদ্ধার করে যাদের বাড়ি মহেশখালীতে। অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী, আইএনএস সুমিত্রার কমান্ডিং অফিসার পি কে শ্রিনান উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।