Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাফ সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে মুশফিক

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশের অভিষেক টি-২০ ম্যাচের দলে ছিলেন যারা, তাদের মধ্যে এখন কেবল এই ফরমেটের ক্রিকেটে আছেন সাকিব, মাশরাফি, মুশফিক। বাংলাদেশের অভিষেক টি-২০ দলে প্রতিনিধিত্বকারী ক্রিকেটারদের মধ্যে সবার আগে এই ফরমেটের ক্রিকেটে হাফ সেঞ্চুরি পূর্ন হচ্ছে মুশফিকুরের। আজ ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে প্লেয়ার্স লিস্টে নাম থাকলেই  টি-টোয়েন্টি ক্রিকেটে  বাংলাদেশের পক্ষে ৫০টি ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন মুশফিক। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে যাওয়া ৫৪ টি ম্যাচের মধ্যে খেলেছেন তিনি ৪৯টি। মিস করেছেন মাত্র ৬টি ম্যাচ। বাংলাদেশের হয়ে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে  চল্লিশের ঘরে আছেন সাকিব (৪৬টি), মাহামুদুল্লাহ এবং তামীম সেখানে ৪৫টি করে, এবং মাশরাফি খেলেছেন ৪১ টি ম্যাচ। বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে এক ভেন্যুতে ম্যাচের সেঞ্চুরিটা সবার অঅগে পূর্ন করেছেন মুশফিকুর (ম্যাচ সংখ্যা ১০৪)। এবার টি-২০তে দেশের হয়ে সবার আগে হাফ সেঞ্চুরির অপেক্ষা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ভার্সনের ক্রিকেট মিলিয়ে তৃতীয় বাংলাদেশী হিসেবে তিন হাজার রানের কাছাকাছি দাঁড়িয়ে এখন তিনি। অপেক্ষা এখন ৭৪ রান। তিন ভার্সনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এক ভেন্যুতে (শের-ই-বাংলা স্টেডিয়াম) সর্বাধিক রানের রেকর্ডের হাতছানি দিচ্ছে এখন সাকিবের। আর মাত্র ৫৮ রান করলেই টপকে যাবেন মেলবোর্নে পন্টিংয়ের ৩৪৬৭ রানের রেকর্ডকে। ৩০ রান করতে পারলেই টপকে যাবেন সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে মাহেলা জয়বর্ধনের সংগ্রহকে (৩৪৪১ রান)। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ভার্সনের ক্রিকেট মিলিয়ে এখন ৯৬ ম্যাচে সাকিবের সংগ্রহ ৩৪১২ রান।   



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাফ সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে মুশফিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ