নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শামীম চৌধুরী : বয়স তখন ১৭ স্পর্শ করেনি। ১৭তম জন্মদিন উদযাপনে তখনো অপেক্ষা ছেলেটির ১৩ দিন। অনূর্ধ্ব-১৯ দলে খেলছেন, খেলছেন ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটেÑ করছেন পারফর্ম। ভালো কথা, তাই বলে এই ছেলেটিই কিনা লর্ডসে সর্বকনিষ্ঠ টেস্ট ডেব্যুটেন্টের রেকর্ডে নাম লিখল ! এই বয়সের ছেলেটির মাথায় কীভাবে উঠলো টেস্ট ক্যাপ? একটু বেশিই কি ঝুঁকি নিয়ে ছেলেটির ক্যারিয়ারে কি সর্বনাশ ডেকে আনলেন না কোচ ডেভ হোয়াটমোর? লর্ডস টেস্টে মুশফিকুর রহিমের মাথায় টেস্ট ক্যাপ উঠতেই উঠেছিল এ প্রশ্ন। দলে নিয়মিত উইকেট কিপার খালেদ মাসুদ পাইলট থাকতে দ্বিতীয় উইকেট কিপারকে শুধুমাত্র ব্যাটসম্যান পরিচয়ে খেলানোর সিদ্ধান্তটা নিয়ে ঠিক করেননি, ক্রিকেটের হোম লর্ডসে টেস্ট অভিষেকে মুশফিকুর রহিমের ১৯ এবং ৩ রানের ইনিংস দু’টিতে সে বোধোদয়ই হয়েছে হোয়াটমোরের। তবে সময়ের সেরা ইংলিশ পেস জুটি ফ্লিনটফ এবং হার্মিসনকে ২টি দর্শনীয় কাভার ড্রাইভ শট, বাংলাদেশের প্রথম ইনিংসে সবচেয়ে বেশি স্থায়িত্ব পাওয়া ইনিংসে (৮৫ মিনিট) দারুণ আগমনী বার্তাই সাড়ে ১০ বছর আগে দিয়েছিলেন মুশফিকুর রহিম।
দলে নিয়মিত অভিজ্ঞ উইকেট কিপার থাকতে তার বিকল্পের দরকার নেই, এই ধারণা পোষণ করেছেন যারা, তা ভুল প্রমাণে অপেক্ষা করতে হয়েছে হোয়াটমোরকে ২৬ মাস। বগুড়ার ছেলে বলে লর্ডস টেস্টের ৯ মাস পর হোমগ্রাউন্ডে একমাত্র টেস্টে পেয়েছেন খেলার সুযোগ, সেখানেও ব্যর্থ ছেলেটি ( ২ ও ০)। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং, ওয়ানডে ক্রিকেটে খালেদ মাসুদ পাইলটের জায়গাটা নিয়ে টেস্টে উইকেট কিপার কাম ব্যাটসম্যান হিসেবে দলে জায়গাটা পাকা করতে লেগেছে মুশফিকুরের আরো ১ বছর অপেক্ষা! শ্রীলংকা সফরের প্রথম টেস্টে খালেদ মাসুদ পাইলট ব্যর্থ হওয়ায় পি সারায় সিরিজের দ্বিতীয় টেস্টে ২৩৫ রানের ক্লাসিক ইনিংসে ৮০ রানে করলেন বাজিমাত। সেই থেকে বাংলাদেশের টানা ৪৭ টেস্ট ম্যাচ খেলেছেন একটানা। চট্টগ্রাম টেস্টে ডিসমিসালের রেকর্ডে খালেদ মাসুদ পাইলটকে গেছেন টপকে। তিন ফরমেটের ক্রিকেট মিলিয়ে ৩শ’ ডিসমিসালের রেকর্ডটাও হয়ে গেছে ওই টেস্টে। ৫ বছরের অধিনায়কত্বে টেস্টে কোয়ার্টার সেঞ্চুরি করেছেন পূর্ণ চট্টগ্রামে। বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে তিন ফরমেটের ক্রিকেটে সবচেয়ে বেশি ২৭০ ম্যাচের রেকর্ড তারই। মিরপুর টেস্টে খেলতে নামলেই আশরাফুল (৬১), হাবিবুল বাশারের (৫০) পর তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্টের হাফ সেঞ্চুরি পূর্ন করবেন মুশফিকুর রহিম।
ক্রিকেটের হোম খ্যাত লর্ডসে অভিষেক, টেস্টের ফিফটি পূর্ণ করার হাতছানি বাংলাদেশের ক্রিকেটের হোম শের-ই-বাংলা স্টেডিয়ামে। শুক্রবারে প্লেয়ার্স লিস্টে নাম উঠলেই মুশফিকুর পূর্ণ করবেন হাফ সেঞ্চুরি। প্লেয়ার্স লিস্টে থাকলেই সেখানে ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসে ১৪তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মালিক হয়ে যাবেন পেস বোলার স্টুয়ার্ট ব্রড। একই দিনে দু’ ক্রিকেটার দু’টি বিশেষ মাইলফলকের সামনে দাঁড়িয়ে! টেস্ট ক্রিকেটে মুশফিকুরের এক বছর পর অভিষেক হয়ে অ্যালিস্টার কুক চট্টগ্রাম টেস্টে ১৩৪ তম টেস্টে প্রতিনিধিত্ব করে ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড গড়েছেন (১৩৪ টেস্ট)। জানেন, মুশফিকুরের আড়াই বছর পর টেস্ট অভিষেক হওয়া স্টুয়ার্ট ব্রড শুক্রবারে নিজের শততম টেস্ট করবেন উদযাপন!
ক্যারিয়ারের শুরুতে ২ বার ধাক্কা খেয়েছেন, তাতে ২৬ মাসে তিনটির বেশি টেস্ট খেলা হয়নি। তবে দলে অপরিহার্য হয়ে ক্যারিয়ারে তিন তিনবার লম্বা বিরতিতে ১৩, ১১ ও ১৫ মাস টেস্টের বাইরে বাংলাদেশ দলের কাটানোয় টেস্ট ক্যারিয়ারে পর্যাপ্ত ম্যাচ না খেলার আক্ষেপটা যে থেকেই যাচ্ছে মুশফিকুর রহিমের। লম্বা লম্বা বিরতিতে টেস্ট খেলতে অভ্যস্ত হওয়ায় প্রতিটি টেস্টকেই নিজের কাছে অভিষেক মনে হয় মুশফিকুরেরÑ ‘১২ কিংবা ১৩ মাস বিরতির পর টেস্ট খেলেছি বলেই আমার কাছে প্রত্যেকটা টেস্টই নুতন নুতন মনে হয়। প্রতিটি টেস্ট খেলতে নেমে মনে হয়, এটাই বুঝি আমার অভিষেক টেস্ট।’ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবার আগে টেস্ট ম্যাচের অর্ধশতক পূর্ণ করা হাবিবুল বাশার সুমন মুশফিকুরের শুভকামনা করেছেন, ক্যারিয়ারে ১০০ টেস্ট খেলবেন মুশফিকুর, এমন সম্ভাবনাই দেখছেন বাংলাদেশ দলের এই নির্বাচকÑ ‘আশা করছি মুশফিক ১০০ টেস্ট খেলবে। ওর ফিটনেস, সামর্থ্য, প্রতিজ্ঞা, দেখে এ কথাই বলতে পারি। যদি আমাদের টেস্ট সংখ্যা একটু বাড়ে, তাহলে ১০০ টেস্ট খেলার সম্ভাবনা আছে মুশফিকুরের।’ আইসিসি’র চলমান ফিউচার ট্যুর প্রজেক্ট (২০২৩ সাল পর্যন্ত ) কিন্তু এতটা স্বপ্ন দেখাবে না মুশফিকুরকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।