Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কায় ভূমিধসে অন্তত ২৩ জনের প্রাণহানি

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শ্রীলঙ্কায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২৩ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে ৫০ জনেরও বেশি। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা খবরটি জানিয়েছে। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে দেশের মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলীয় এলাকায় দুই দিনের বৃষ্টির পর ভূমিধস হয়। ভূমিধসের পর রাজধানী কলম্বো থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বের বুলাথসিনহালা এলাকা থেকে ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পর্যটন এলাকা বলে পরিচিত দক্ষিণাঞ্চলীয় গালে ও মাতারা এলাকার কিছু অংশও ভারী বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম জানায়, কলম্বোর দক্ষিণের কালুতারা এলাকায় ভূমিধসের কারণে বাড়ি-ঘর, দোকানপাট চাপা পড়েছে। অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও পানি উপচে পড়ছে। এতে যান চলাচলে বিঘœ ঘটছে। ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও সহায়তায় শ্রীলঙ্কার নৌবাহিনী শতাধিক নাবিক ও ২০টি নৌকা মোতায়েন করেছে। পানি আরও বাড়তে পারে এমন আশঙ্কা জানিয়ে বড় বড় নদীগুলোর আশেপাশের নিম্নাঞ্চলে বসবাসকারী লোকজনকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ভারী বৃষ্টি ও বন্যার কারণে সাবারাগামুয়া প্রদেশের সবগুলো স্কুল বন্ধ হয়ে গেছে। ২০১৬ সালের মে মাসে শ্রীলঙ্কার কেগালে এলাকায় ভূমিধসে অন্তত ১২৭ জন নিহত হয়। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ