Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বংশী নদী থেকে অবাধে বালু উত্তোলন

হুমকিতে তীরবর্তী এলাকা, রাজস্ব বঞ্চিত সরকার

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

মো: আব্দুল মান্নান, কালিয়াকৈর (গাজীপুর) থেকে : গাজীপুরের কালিয়াকৈরে ইজারা ছাড়াই বেআইনিভাবে বংশী নদীর লক্ষ লক্ষ ঘনফুট বালু উত্তোলন করে নির্মাণাধীন বিভিন্ন শিল্প কারখানা ও অবৈধ ইটভাটায় পাচার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার এবং ক্ষতিগ্রস্থ হচ্ছে নদীর তীরবর্তী এলাকাসহ বিভিন্ন রাস্তাঘাট। সরজমিন তথ্য অনুসন্ধানে জানা যায়, প্রশাসনের সহায়তায় কালিয়াকৈর-ধামরাই ও ধানতারা সড়কের দুই পাশে কৃষি জমির উপর অবৈধভাবে বেশ কয়েকটি ইটভাটা নির্মিত হচ্ছে। ড্রেজার ও বেকুর মাধ্যমে উপজেলার বেগুনবাড়ী ও ডুবাইল এলাকার বংশী নদীর তীর থেকে লক্ষ লক্ষ ঘনফুট বালু কেটে নিয়ে এসব ইটভাটায় পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অপরদিকে উপজেলার উত্তর দাঁড়িয়াপুর ও পলাশতলী এলাকার বংশী নদীর তীর থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। ইজারা ছাড়া বংশী নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা এসব বালু নির্মাণাধীন বিভিন্ন শিল্পকারখানা ও ইটভাটায় পাচার করা হচ্ছে। এতে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার এবং ক্ষতিগ্রস্থ হচ্ছে নদীর তীরবর্তী এলাকাসহ বিভিন্ন রাস্তাঘাট। ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার উজ্জামান জানান, ডুবাইল গ্রামসহ এলাকার বিভিন্ন কৃষি জমির উপর অবৈধভাবে বেশ কয়েকটি ইটভাটা নির্মাণ করা হচ্ছে। বংশী নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে উপজেলার ডুবাইল-পাকুরাইল রাস্তাটি মারাতœকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং বংশী নদীর উপর নির্মিত ডুবাইল ব্রীজটিও হুমকির মুখে পড়েছে। উপজেলার সূত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সোলাইমান মিন্টু বলেন, কোন রকম ইজারা ছাড়াই বংশী নদী থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করায় উপজেলার বোর্ডঘর-উত্তর দাঁড়িয়াপুর-হাটুভাঙ্গা সড়কটি মারাতœকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বালু উত্তোলন

৮ ফেব্রুয়ারি, ২০২২
২১ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ