Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এলিয়েন : কোভেনেন্ট

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

‘এলিয়েন’ (১৯৭৯) এবং ‘বেøড রানার’ (১৯৮২) চলচ্চিত্র দুটির জন্য খ্যাত রিডলি স্কট পরিচালিত সায়েন্স ফিকশন হরর ফিল্ম ‘এলিয়েন : কোভেনেন্ট’। ‘এলিয়েন’ সিরিজের সামগ্রিক ষষ্ঠ পর্ব এবং প্রিকুয়েল ‘প্রমিথিউস’-এর সিকুয়েল ‘এলিয়েন : কোভেনেন্ট’।
কোভেনেন্ট মহাকাশযানের যাত্রীরা গ্যালাক্সির প্রায় শেষ প্রান্তের এক গ্রহে অভিযানে গিয়েছে। তাদের মিশনের লক্ষ্য সেখানে মানব উপনিবেশ গড়ে তোলা। যাত্রীদের সবাই জুটিবদ্ধ নারী-পুরুষ। গ্রহে উপনিবেশ গড়ে তোলার জন্য তারা চরম ঝুঁকি নিয়েছে। নামার পর গ্রহটিতে বসবাসের উপযোগী বলে ধারণা হল তাদের। সেখানে এমনকি গমের ক্ষেতও দেখা গেল। কিন্তু দলনেতা ড্যানিয়েল্সের কাছে গ্রহের নিস্তব্ধতা অস্বাভাবিক বলে মনো হয়। একটি পাখি বা অন্য প্রাণীর দেখ মিলল না। অচিরেই আবিষ্কৃত হল সেখানে একই ধরনের আরেকটি মিশন এসেছিল। এরপর আবিষ্কৃত হল গ্রহে এমন কিছু আছে যা মানবের টিকে থাকার জন্য ভয়াবহ হুমকির আরেক রূপ।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
হলিউড শীর্ষ পাঁচ
১। গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম টু ২। এলিয়েন : কোভেনেন্ট ৩। এভরিথিং, এভরিথিং ৪। ¯œ্যাচ্ড ৫। কিং আর্থার : লেজেন্ড অফ দ্য সোর্ড



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ