Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসছে ‘এলিয়েন’ সিরিজ, এবার রিডলি স্কট প্রযোজক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

‘এলিয়েন’ সিরিজ বাদ দিয়ে সায়েন্স ফিকশন ফিল্মের ইতিহাস অসম্পূর্ণ। সিকুয়েল প্রিকুয়েল মিলিয়ে এ পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজের ছয়টি ফিল্ম এবং দুটি ক্রসওভার মুক্তি পেয়েছে। এবার আরেকটি পর্ব নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ১৯৭৯ সালের মূল ‘এলিয়েন’ পরিচালনা করেছিলেন রিডলি স্কট; এই পর্বটি পরিচালনা করবেন ‘ডোন্ট ব্রিদ’ খ্যাত ফেদা আলভারেজ। স্কট তার স্কট ফ্রি’র ব্যানারে ফিল্মটি প্রযোজনা করবেন। মূল ফিল্মে অভিনয় করেছিলেন টম স্কেরিট, সিগর্নি উইভার, ভেরোনিকা কার্টরাইট, হ্যারি ডিন স্ট্যান্টন, জন হার্ট, ইয়ান হোম এবং ইয়াফেট কোটো। সিকুয়েলগুলো- ‘এলিয়েন্স’ (১৯৮৬), এলিয়েন থ্রি’ (১৯৯২) এবং ‘এলিয়েন রেজারেকশন ‘ (১৯৯৭)। এছাড়া দুটি ‘প্রমিথিউস’ প্রিকুয়েল (২০১২, ২০১৭) এবং দুটি ‘এলিয়েন ভার্সেস প্রিডেটর’ ক্রসওভার ফিল্ম (২০০৪, ২০০৭) মুক্তি পেয়েছে। এলিয়েন সিরিজ নির্মিত হবে হুলু স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য। এছাড়া টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স হুলর জন্য নতুন ‘প্রিডেটর’ প্রিকুয়েল ফিল্ম ‘প্রে’ নির্মাণ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এলিয়েন সিরিজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ