Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

সাক্ষ্য দেবেন কোমি
ইনকিলাব ডেস্ক : সাবেক এফবিআই প্রধান জেমস কোমি মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে প্রকাশ্যে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন। গত সপ্তাহে কোমিকে বরখাস্তের পর তিনি এ পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি। এবার তিনি মুখ খুলতে রাজি হয়েছেন। আগামী ২৯ মে মেমোরিয়াল ডে’র ছুটির পর সিনেট ইন্টেলিজেন্স কমিটির উন্মুক্ত অধিবেশনে কোমি রাশিয়ার সঙ্গে সম্ভাব্য আঁতাতের বিষয়ে সাক্ষ্য দেবেন। এএফপি।

১১ জনের প্রাণহানি
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছে। গত শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠানে গাড়িতে করে যাওয়ার সময় তারা নির্মম হামলার শিকার হন। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। খবরে বলা হয়, আফগানিস্তানের লগার প্রদেশের মোহাম্মাদ আঘা জেলায় এ হামলার ঘটনা ঘটে। তবে কোন জঙ্গি গ্রæপ এখন পর্যন্ত এর দায়িত্ব স্বীকার করেনি। এএফপি।

ক্ষেপণাস্ত্র ভূপাতিত
ইনকিলাব ডেস্ক : সউদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনী বিদ্রোহীদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। গত শুক্রবার রাতে রিয়াদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করা হয়। সুন্নী অধ্যুষিত সউদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের প্রাক্কালে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। সউদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে জানায়, সউদি আরবের আকাশ প্রতিরক্ষা ইউনিট হুতি বিদ্রোহীদের ছোঁড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে। এএফপি।

১৮শ’ যাত্রী আটকা
ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখন্ডে মহাসড়কে ভূমিধসের কারণে তীর্থযাত্রীসহ ১ হাজার ৮শ’ জনের বেশি আটকে পড়েছে। গতকাল শনিবার কর্মকর্তারা এ তথ্য জানান। বার্তা সংস্থা জানায়, শুক্রবার সন্ধ্যায় রাজ্যের রাজধানী দেরাদুনের ৩০৩ কিলোমিটার পূর্বে অবস্থিত চামোলি জেলার ঋষিকেশ-বদরিনাথ মহাসড়কে ভূমিধসের ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা বলেন গত সন্ধ্যায় ভূমিধসের কারণে বদরিনাথ পরিদর্শনে আসা তীর্থযাত্রীরা বিভিন্ন স্থানে আটকা পড়ে। সিনহুয়া।

ইরাকে নিহত ১৮
ইনকিলাব ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলে দেশটির পুলিশকে লক্ষ্য করে দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। এতে ১৮ জন নিহত ও অপর ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা সিনহুয়াকে একথা জানায়। সূত্র মতে, শুক্রবার রাতে বাগদাদের দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়। আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে শিয়া অধ্যুষিত আবু দাশির এলাকায় প্রথম হামলা চালায়। প্রথম হামলা চালানোর পর কাছেই দ্বিতীয় হামলাটি চালানো হয়। সিনহুয়া।

মানলেন না মেলানিয়া
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডিকে বহনকারী বিমানটি। এ সময় বেরিয়ে আসেন তারা। কিন্তু প্রশ্ন উঠেছে ট্রাম্প পতœী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে। কারণ হিসেবে জানা যায়, মুসলিম প্রধান দেশ সউদি আরবের রীতি অনুযায়ী কোনো নারী ঘরের বাইরে গেলে তারা তাদের চুল ঢেকে রাখার জন্য স্কার্ফ ব্যবহার করেন। কিন্তু মেলানিয়া যখন বিমান থেকে নামেন তখন তার চুল ঢাকতে তিনি কিছুই ব্যবহার করেননি। তার চুল ছিল খোলামেলা। ওয়েবসাইট।

হাইতিতে বন্যা
ইনকিলাব ডেস্ক : হাইতিতে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন। গত শুক্রবার দেশটির সিভিল প্রটেকশন বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদসংস্থা। জানা যায়, টানা বর্ষণের ফলে নদীর পানি বেড়ে যাওয়ায় এ বন্যার দেখা দিয়েছে। এছাড়া এ বন্যায় বেশকয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ হাইতির উপকূলীয় অঞ্চল গ্র্যান্ডে- আন্সের দুইটি শহর থেকে নিখোঁজ রয়েছেন ১৯ জন জেলে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ