Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর ১২তম পর্ব প্রচার হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এ পর্বের মাধ্যমে অনুষ্ঠানটির এক বছর পূর্ণ হতে যাচ্ছে। বর্ষপূর্তির এই পর্বটিতে বিভিন্ন সেগমেন্টে ১২ বিষয়ক বেশ কিছু বিষয় স্থান পেয়েছে। বিভিন্ন কথার পৃষ্ঠে কথা বসিয়ে চমৎকার একটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবর। বর্ষপূর্তি উপলক্ষ্যে করা নতুন এই গানটি সুরারোপ ও সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীতশিল্পী সুজন আরিফ। গানটি গেয়েছেন প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা এই সময়ের ১২ জন নারী সঙ্গীতশিল্পী-কর্ণিয়া, খেয়া, নাজু আখন্দ, বেলী আফরোজ, লুইপা, বৃষ্টি জাহান, লোপা হোসাইন, আর্নিক, টিনা মুস্তারী, নওরীন, লাবণ্য এবং রেশমা সুইটি। মাকে নিয়ে একটি গান গেয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী কণা। ইভান শাহরিয়ার সোহারে কোরিওগ্রাফীতে দীর্ঘদিন পর সোহাগের সাথে জুটি বেঁধে টেলিভিশন পর্দায় কোন ম্যাগাজিন অনুষ্ঠাানে হাজির হচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে ১২ বিষয়টিকে প্রাধান্য দিয়ে করা বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে। হজম আলী, শালা-দুলাভাই, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ ইত্যাদি নিয়মিত পর্বের পাশাপাশি রয়েছে হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশ। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবর্তন

২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ