Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিম্ন আদালতের বিচারকরা ১১ গাড়ি পেলেন

মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণœ রেখে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনমন্ত্রী

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম



স্টাফ রিপোর্টার : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রেখে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধ হচ্ছে। এই ধারাটি স্বাধীন মতপ্রকাশের পথ আর রুদ্ধ করবে না।  তিনি বলেন, এ আইনে বর্তমান ৫৭ ধারা নিয়ে যে অসঙ্গতি, যে অভিযোগ আছে তা সবই দূর হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বিচারকদের জন্য গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আইসিটি আইনের ৫৭ ধারা নিয়ে অনেকেরই উদ্বেগ আছে। অনেকে মনে করেন এই ধারাটি স্বাধীন মতপ্রকাশের পথকে রুদ্ধ করে। এ কারণে আমরা এই ধারাটিকে সহজীকরণ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নিয়েছি।
আইনমন্ত্রী বলেন, সিকিউরিটি অ্যাক্ট আইনের খসড়ায় মন্ত্রিসভায় ইতিমধ্যেই নীতিগত অনুমোদন দিয়েছে। আইন মন্ত্রণালয়ে এখন আইনটি যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই  শেষে  স্টেক  হোল্ডারদের সঙ্গে মতবিনিময় করে আইনটি চূড়ান্ত করা হবে। তিনি বলেন, ১৯৭২ সালে তৎকালীন সরকার বিশেষ ক্ষমতা আইন করেছিল। পরে তা রাজনৈতিক হয়রানিতে অপব্যবহার হয়েছে। ২০০৯ সাল থেকে এ আইনের কার্যকারিতা নেই। এভাবেই এক সময় ৫৭ ধারার আর অপব্যবহার হবে না বলে জানান তিনি।  মন্ত্রী বলেন,সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিচার প্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তা  দেয়া হচ্ছে। এ ছাড়া বিচার বিভাগের সুযোগ সুবিধা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছে সরকার।
নিম্ন আদালতের বিচারকরা ১১ গাড়ি পেলেন:  
ন্মিম আদালতের বিচারকদের নতুন ১১টি গাড়ি দেয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি প্রাইভেটকার ও ছয়টি মাইক্রোবাস। গাড়িগুলোর  মোট দাম ৩  কোটি ৯৪ লাখ ৮৫ হাজার টাকা। আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে গাড়িগুলোর চাবি তুলে  দেন। অনুষ্ঠানে জানানো হয়, আজ নারায়ণগঞ্জ,  গোপালগঞ্জ, মানিকগঞ্জ, জয়পুরহাট, পটুয়াখালী ও ঝিনাইদহ জেলা জজ আদালতকে দেয়া হয়েছে মাইক্রোবাস। এছাড়া যশোর ও  নেত্রকোনা  জেলা জজ আদালত, ঢাকার দ্রæত বিচার ট্রাইব্যুনাল-১, চট্টগ্রামের প্রশাসনিক ট্রাইব্যুনাল ও কুমিল্লার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ ট্রাইব্যুনাল  পেয়েছে প্রাইভেটকার।  
এসময় আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, অতিরিক্ত সচিব  মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম সচিব মো. গোলাম সারওয়ার, বিকাশ কুমার সাহা ও এ এইচ এম হাবিবুর রহমান সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালত

২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ