Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলুন

বগুড়ায় ফারাক্কা দিবসের আলোচনা সভায় বক্তারা

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস : জাগপা কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা শামীম আক্তার পাইলট প্রধান অতিথির বক্তব্যে বলেন আধিপত্যবাদী ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে সুজলা-সুফলা শষ্য-শ্যমলা সোনার ব্যাংলাকে শ্বশান-মরুভুমিতে পরিণত করেছে। ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা লংমার্চ করে প্রতিবাদ জানিয়েছিলেন এবং দেশবাসীকে স্বোচ্চার করেছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে ঠিকই কিন্তু সংগ্রামী এই জাতি যাতে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী না হয় কোন দিন যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার জন্য পানি আগ্রাসন চালিয়েছে, বহুচেষ্টা করেও আমরা পানির ন্যায্য হিস্যা পাই নাই। হিন্দুস্থান আমাদেরকে বার বার গোলাম বানাবার চক্রান্ত করেছে।
গতকাল ১৬ মে মঙ্গলবার বিকালে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত শহরের হোটেল পট্টীস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে বগুড়া জেলা জাগপা সহ-সভাপতি ইমারুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কাদির তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইতিহাসবাদী প্রবীন সাংবাদিক আব্দুর রহিম বগ্রা, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নব নির্বাচিত সভাপতি মীজা সেলিম রেজা, নবনির্বাচিত সহ-সভাপতি আব্দুস সাত্তার, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো প্রধাণ মহসিন আলী রাজু, নয়াদিগন্তের প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাপ্তাহিক দিনক্ষন সম্পাদক খন্দকার সালেহ আব্দুর রশিদ, ব্যবস্থাপনা সম্পাদক পবিত্র প্রামানিক, অধ্যক্ষ কামরুল ইসলাম রানা, এ্যাড: সুরমা, মাসুদুল হাসান মাসুদ।
বক্তব্য রাখেন জেলা জাগপা সহ-সভাপতি দেলদার হোসেন নান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, মীর ওসমান আলী শুভ শেঠ, শফিকুল ইসলাম মোহন, দৌলত জামান মানিক, আব্দুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব:) খালেদ হোসেন, প্রচার সম্পাদক আনোয়ারল ইসলাম, সহদপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জেলা জাগপা নেতা ফজলুল হক ফজলু, দবির উদ্দিন, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল সহ-সভাপতি আবু সাইদ, মোশারফ হোসেন স্বপন, শহরশ্রমিক দল সভাপতি লিটন শেখ বাঘা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ