Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ বিমান বাহিনী কর্মকর্তাদের টিএমএসএস পরিদর্শন

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস : বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাকটর স্কুল বগুড়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ গত শনিবার ঠেঙ্গামারা বগুড়ায় টিএমএসএস ফাউন্ডেশন অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনের পূর্বে মতবিনিময়  সভায় বক্তব্য রাখেন বিমান বাহিনীর উইং কমান্ডার এম নাইমুজ্জামান খান পিএসসি, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান, পরামর্শক মোঃ খায়রুল ইসলাম, পরামর্শক মোঃ হাফিজুর রহমান, বিসিএল এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সরওয়ার মোহাম্মদ বাবু প্রমূখ। অতীথিদের সামনে মাল্টিমিডিয়ার মাধ্যমে টিএমএসএস এর পরিচিতি তুলে ধরেন টিএমএসএস পরিচালক (স্বাস্থ্য সেবা) অধ্যাপক ডাঃ রাগীব আহসান। বিভিন্ন প্রশ্নের উত্তরদেন টিএমএসএস পরামর্শক মোঃ খোরশেদ আলম। এ সময় টিএমএসএস ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তরা বলেন বগুড়া উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র। মানুষের প্রয়োজনে এখানে বিভিন্ন শিল্প কারখানা, হাসপাতাল, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। ঢাকা থেকে বগুড়ায় যাতায়াতে বেশী সময় ব্যয় হওয়ার কারনে দেশী বিদেশী বায়ার, বিশেষজ্ঞ ডাক্তার, শিক্ষক এখানে আসতে চায়না। এই জনপদকে আরও এগিয়ে নিতে হলে বগুড়া বিমান বন্দরকে পুনরায় সরকারি ভাবে চালু করা দরকার। এটা সময়ের ও জনগণের দাবি। মত বিনিময় সভা শেষে বিমান বাহিনীর কর্মকর্তাগণ পুন্ড্র বিশ্ববিদ্যালয়, টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট, টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ, টিএমএসএস নার্সিং কলেজ, টিএমএসএস হ্যান্ডিক্রাফটস, ট্রেনিং সেন্টার, হোটেল মম ইন, পেপার মিলের কার্যক্রম পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিদর্শন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ