পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। গতকাল রোববার তিনি জামেয়া ক্যাম্পাসে গেলে প্রিন্সিপাল মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান তাকে স্বাগত জানান। এসময় হাইকমিশনার জামেয়ার আইসিটি, মাল্টিমিডিয়া ক্লাশ, বিজ্ঞানাগার, বিশাল লাইব্রেরী ও ভৌত অবকাঠামো দেখে অভিভূত হন। মাদরাসা পরিদর্শন শেষে জামেয়া কার্যালয়ে মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত বক্তব্যে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, খাজা গরীব নেওয়াজের (রহ.) প্রতি ভক্তি ও শ্রদ্ধার কারণে দ্বিতীয়বারের মত জামেয়া পরিদর্শনে এসেছি। এ সময় সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের জানমালের হেফাজতে ভারতীয় হাইকমিশনারের আন্তরিক ভূমিকা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেনÑ চট্টগ্রামস্থ সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন, ফাস্ট সেক্রেটারী উদুদ জা, আনজুমান ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এসিস্টেন্ট সেক্রেটারী গিয়াস উদ্দিন শাকের প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।