Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কাজাখস্তানে দুই নেতার আলোচনা হতে পারে নওয়াজ-মোদী বৈঠকের আভাস

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিয়ন্ত্রণরেখা ঘিরে অশান্তি এবং কুলভূষণ যাদবকে ঘিরে দু’দেশের টানাপড়েনের মধ্যেই হঠাৎ নরেন্দ্র মোদী ও নওয়াজ শরীফের বৈঠকের আভাস পাওয়া যাচ্ছে। আগামী মাসেই কাজাখস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠক চলাকালীন দুই নেতার মধ্যে বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইসলামাবাদ। বছর দেড়েক আগে যেভাবে প্যারিসে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি আন্তর্জাতিক বৈঠকের ফাঁকে আচমকাই অতিসংক্ষিপ্ত আলোচনা সেরে নিয়েছিলেন দুই প্রধানমন্ত্রী। ঠিক সেভাবেই বৈঠকটি হতে পারে বলে দু’দেশেরই কূটনৈতিক সূত্র আভাস দিচ্ছে। জুন মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় প্যারিসের ধাঁচেই একটি বৈঠকে হলেও হতে পারে বলে জল্পনার কথা বলেছেন নওয়াজ শরিফের পররাষ্ট্রনীতি সংক্রান্ত পরামর্শদাতা সরতাজ আজিজ। এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ভারতের পক্ষ থেকে আগ্রহ দেখানো হলে পাকিস্তানও বৈঠকের বিষয়ে চিন্তাভাবনা করবে। সরকারিভাবে সাউথ বøক এ নিয়ে কোনো মন্তব্য না করলেও দু’দেশের সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে আলোচনায় বসার জন্য চাপ বাড়ছে মোদী সরকারের উপরে। দু’দেশের মধ্যে আলোচনার পক্ষে মার্কিন প্রশাসনও। ট্রাম্প প্রশাসন চায় না, দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের আরো অবনতি হোক। সে ক্ষেত্রে উপমহাদেশে ভারসাম্য বিঘিœত হতে পারে। কারণ মার্কিন প্রশাসনের ধারণা, ভারতের উপরে ফের যে কোনো সময়ে বড়সড় হামলা চালাতে পারে জঙ্গিরা। আইএএনএস, এপিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ