মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, কোরিয় উপদ্বীপের উত্তেজনা কমাতে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে মস্কো। দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট মুন জেইনের সঙ্গে গত শুক্রবার ফোনালাপের সময় এ কথা বলেন তিনি। ২০ মিনিটের ফোনালাপের সময় পুতিন বলেন, সিউলের প্রতি সহযোগিতা বিস্তারে প্রস্তুত রয়েছে ক্রেমলিন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের আবাসিক দপ্তর নিল ভবন জানিয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে গঠনমূলক সহযোগিতা করতে রাশিয়া পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন পুতিন। ফোনে মুন আশা ব্যক্ত করে বলেন, উত্তর কোরিয় পরমাণু উসকানির অবসান ঘটাবে এবং পরমাণু মুক্ত অঞ্চল গঠনের পথ ধরবে। এ ছাড়া, সিউল-পিয়ংইয়ংয়ের মধ্যে শান্তি আলোচনা শুরুর পাশাপাশি ছয়পক্ষীয় আলোচনা শুরুরও প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন তিনি। চীন, রাশিয়া, জাপান, দুই কোরিয়া এবং আমেরিকাকে নিয়ে গঠিত ছয়পক্ষীয় শান্তি আলোচনার প্রতি ইঙ্গিত করেন তিনি। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।