Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তেজনা প্রশমনে সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত

দ.কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে পুতিন

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, কোরিয় উপদ্বীপের উত্তেজনা কমাতে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে মস্কো। দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট মুন জেইনের সঙ্গে গত শুক্রবার ফোনালাপের সময় এ কথা বলেন তিনি। ২০ মিনিটের ফোনালাপের সময় পুতিন বলেন, সিউলের প্রতি সহযোগিতা বিস্তারে প্রস্তুত রয়েছে ক্রেমলিন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের আবাসিক দপ্তর নিল ভবন জানিয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে গঠনমূলক সহযোগিতা করতে রাশিয়া পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন পুতিন। ফোনে মুন আশা ব্যক্ত করে বলেন, উত্তর কোরিয় পরমাণু উসকানির অবসান ঘটাবে এবং পরমাণু মুক্ত অঞ্চল গঠনের পথ ধরবে। এ ছাড়া, সিউল-পিয়ংইয়ংয়ের মধ্যে শান্তি আলোচনা শুরুর পাশাপাশি ছয়পক্ষীয় আলোচনা শুরুরও প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন তিনি। চীন, রাশিয়া, জাপান, দুই কোরিয়া এবং আমেরিকাকে নিয়ে গঠিত ছয়পক্ষীয় শান্তি আলোচনার প্রতি ইঙ্গিত করেন তিনি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ