Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পী মহাদেব ঘোষ-এর ৫টি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : লেজার ভিশনের আয়োজনে প্রকাশিত হয়েছে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহাদেব ঘোষের গাওয়া পাঁচটি রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম। সম্প্রতি অ্যালবামটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঁইয়া সফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট অভিনেতা সৈয়দ হাসান ইমাম, বিশিষ্ট সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শ্রী অনুপ ভট্টাচার্য্য সহ আরো অনেকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকগণ। মহাদেব ঘোষের প্রকাশিত রবীন্দ্রসঙ্গীতের ৫টি অ্যালবাম হল- কৃষ্ণকলি আমি তারেই বলি, আমার সকল দুখের প্রদীপ, আমার পরাণ যাহা চায়, হে চিরনূতন ও এমন দিনে তারে বল া যায়। অ্যলবামগুলির সঙ্গীতায়োজনে ছিলেন দূর্বাদল চট্টোপাধ্যায়, ভাস্কর রায়, রাহুল চ্যাটার্জী, দিলীপ রায়, গৌতম দাস ও দৌলতুর রহমান। রবীন্দ্রনাথের জনপ্রিয় এই গানগুলি রবীন্দ্র ভক্ত শ্রোতাদের মুগ্ধ করবে বলে শিল্পী মহাদেব ঘোষের বিশ্বাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ