Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীত গাইলেন কণা

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীত গাইলেন সঙ্গীতশিল্পী কণা। বাংলাদেশে প্রথমবারের মত নির্মিতব্য অ্যানিমেটেড চলচ্চিত্র ডিটেকটিভে তিনি এই গান গেয়েছেন। সিনেমাটি নির্মিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডিটেকটিভ গল্প অবলম্বনে। এটি পরিচালনা, সম্পাদনা ও অ্যানিমেশন করছেন তপন আহমেদ। নতুন করে গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা। গতকাল রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়। উল্লেখ্য, ডিটেকটিভ-এর প্রধান তিন চরিত্রে কণ্ঠ দিচ্ছেন আরিফিন শুভ, শাহরিয়াজ ও নুসরাত ফারিয়া। সিনেমাটির মঈন চন্দ্র চরিত্রে আরিফিন শুভ, শৈলবালা চরিত্রে শাহরিয়াজ ও মন্নথ চরিত্রে শাহরিয়াজ ডাবিং করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীত গাইলেন কণা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ