মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার সঙ্গে রাশিয়ার কোনও সংশ্লিষ্টতা নেই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক জেমস কোমির বরখাস্ত হওয়া এবং নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্ত নিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, আমার বা আমার শিবিরের সঙ্গে রুশদের কোনও আঁতাত নেই। তিনি আরও বলেন, ‘রাশিয়া নিয়ে আমার কিছুই করার নাই। রাশিয়ায় আমার কোনও বিনিয়োগ নেই। রাশিয়ায় কোনও সম্পত্তিও নেই আমার। আমি কোনোভাবেই রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নই। স¤প্রতি এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, রুশ-ট্রাম্প আঁতাতের অভিযোগ হলো এক ভ্রান্ত চিন্তা। তবে এফবিআই-এর তদন্ত চালিয়ে যাওয়ার কথা বলেছেন ট্রাম্প। এমনকি দ্রæত অগ্রগতিরও আকাক্সক্ষা জানান ট্রাম্প। কোমিকে বরখাস্তের কারণ হিসেবে ট্রাম্প বলেন, তিনি একজন অসাধারণ অভিনেতা। তার অধীনে এফবিআই সংশয়ের মধ্যে চলছিল। কারও অনুরোধে নয়, আমি নিজ সিদ্ধান্তেই কোমিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি। প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল ফাঁস এবং ট্রাম্প প্রশাসনে রুশ সংযোগ নিয়ে তদন্ত করছিলেন কোমি। এফবিআই পরিচালককে বরখাস্তকরার পর সংবাদমাধ্যমে দেওয়া প্রথম সাক্ষাৎকারে গত বৃহস্পতিবার ট্রাম্প আরও বলেন, আমি কোমিকে জিজ্ঞেস করেছি, যদি সম্ভব হয় আমাকে বলুন, তদন্তে আমার নাম আছে কিনা। উত্তরে তিনি বলেছিলেন, আপনার ওপর কোনও তদন্ত চলছে না। কোমিকে লেখা বরখাস্তের চিঠিতেও ট্রাম্প লিখেছিলেন, আমি জানি, আমার ওপর কোনও তদন্ত চলছে না। উল্লেখ্য, চলতি বছরের মার্চে এনএসএ, সিআইএ এবং এফবিআই-এর দীর্ঘ প্রতীক্ষিত এক যৌথ প্রতিবেদনে বলা হয়, আমদের মূল্যায়নে বেরিয়ে এসেছে, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকে প্রভাবিত করার নির্দেশনা দিয়েছেন। রাশিয়ার লক্ষ্য ছিল মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থাহীনতা তৈরি করা, হিলারি ক্লিনটনকে হেয় প্রতিপন্ন করা এবং নির্বাচনে তার সমর্থনকে প্রভাবিত করে তাকে প্রশ্নবিদ্ধ করা। আমাদের মূল্যায়নে আরও উঠে এসেছে, পুতিন এবং রুশ সরকার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জয়ী করার ক্ষেত্রে পরিষ্কার পক্ষপাতিত্ব ছিল। এনবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।