Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় পুলিশের খোয়া যাওয়া পিস্তল উদ্ধার গ্রেফতার ১

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা: গাজীপুরের কাপাসিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক সুমন আহমেদের বাসা থেকে চুরি যওয়া পিস্তল ও গুলি ২৬ দিন পর উদ্ধার। গত শনিবার দুপুরে ঘটনায় জড়িত কাপাসিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সজিব মিয়া (২৬) নামে কুখ্যাত এক সন্ত্রাসীকে তরগাঁও ইউনিয়নের নবীপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে। সে পাশ্ববর্তী মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের মৃত রেনু মিয়ার পুত্র। থানার ওসি আবুবকর সিদ্দিক গতকাল রোববার সকালে সাংবাদিকদের ডেকে এ তথ্য জানান।
জানা যায়, গত ১০ এপ্রিল রাতে থানার উপ-পুলিশ পরিদর্শক সুমন আহমদ তার থানা সংলগ্ন শহরের ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এতে তার বাসা থেকে  ব্রাজিলের তৈরী  সরকারী ৯ এম এম পিস্তল ২৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন এবং টাকা ও স্বর্নালংকার চুরি হয়। এ সময় তার বাসায় কেউ ছিলনা। এ ঘটনায় সুমন আহমেদকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজড করা হয় এবং তাকে বাদী করে চুরির মামলা দায়ের করা হয়। ওসি আবুবকর সিদ্দিক জানান, এ অভিযানটি এস আই মনিরুজ্জামান খান ও এস আই দুলাল মিয়ার নেতৃত্বে পরিচালিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ