রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে গতকাল রোববার সকাল ১১টার দিকে দলিল লেখক সমিতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাব-রেজিষ্টার সিফাত উল্যাহ’র প্রত্যাহার দাবি করেছেন। দলিল লেখক সমিতি প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন। উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মির্জা আবু জাফরের সভাপতিত্বে লিখিত বক্তব্যে সভাপতি সাব-রেজিষ্টারের বিরুদ্ধে দুনীতির কথা তুলে ধরে বলেন, গত ২০ এপ্রিল উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া দলিল সংক্রান্ত একটি কাজে সাব-রেজিষ্টার সিফাত উল্যাহর কক্ষে নিজের পরিচয় দেওয়া মাত্র সাব-রেজিষ্টার বলেন, আপনি শেখ হাসিনা হলেও কিছু যায় আসে না, শেখ হাসিনাকেও আমার দেখার সময় নাই, আমার বড় বড় অনেক নেতা আছে। এ ছাড়াও সাব-রেজিষ্টারের বিরুদ্ধে এজলাসে দলিল দাখিল করলে কাল্পনিক অভিযোগ উপস্থাপন করে মোটার ঘুষ দাবী করে নিজ কক্ষে ঘুষের বিনিময়ে দলিল করতে বাধ্য করেন এবং প্রতিবাদ করলে দলিল লেখকদের সনদ বাতিল করার হুমকি, বিকাল ৫টা পর্যন্ত অফিস করার কথা থাকলেও তিনি ৩ থেকে ৩.৩০টার পরে অফিস করেন না, সকাল ১০ অফিসে আসার পরিবর্তে দুপুর ১২টার সময় অফিসে আসেন। এতে করে জমি বিক্রেতা ও ক্রেতা উভয়ই হয়রানির শিকার হচ্ছে বলে লিখত বক্তব্যে বলা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ কুমার সাহা, মধুখালী পৌর মেয়র খোন্দকার মোর্শেদ রহমান লিমন, দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম খান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।