Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দি-রাজবাড়ী-মধুখালী সড়কে নির্মাণাধীন ব্রিজে ফাটল

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা

রাজবাড়ী সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়নে রাজবাড়ী-বালিয়াকান্দি-মধুখালী সড়ক ও ব্রিজ নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কের বহরপুর ইউনিয়নের রায়পুরে নির্মাণাধীন একটি ব্রিজে ফাটল দেখা দিয়েছে। তবে তদারকি কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগ এ বিষয়ে কিছুই জানে না। রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, রাজবাড়ী-বালিয়াকান্দি-মধুখালী সড়কের ১৫ কিলোমিটার থেকে ২৬ কিলোমিটার পর্যন্ত সড়ক সংস্কার ও ৭টি ব্রিজ নির্মাণের ১২ কোটি টাকা ব্যয়ে কাজ পায় মেসার্স আকতার হোসেন লি.। কাজের তদারকি করছে সড়ক ও জনপথ বিভাগ। এলাকাবাসী জানিয়েছেন, সড়ক ও ব্রিজ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের তদারকি না থাকার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের ইচ্ছামত কাজ করছে। নি¤œমানের কাজ হওয়ার কারণে বহরপুর ইউনিয়নের রায়পুর ব্রিজের এক অংশ কাজ করার পরই ফাটল দেখা দিয়েছে। ফাটল সিমেন্ট দিয়ে মেশানোর চেষ্টা করা হয়েছে। গোহাইলবাড়ী ব্রিজটিতে কাজে অনিয়মের কারণে বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ভালো মানের কাজ করার জন্য বাধা প্রদান করলে পুনরায় ভালো মানের কাজ করার অঙ্গীকার দিয়ে কাজ শুরু করেন। রায়পুর ব্রিজের কাজে থাকা মিস্ত্রিরা জানান, সামান্য ফাঁকা হয়েছে ওটা কিছু নয়। সিমেন্ট দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। অপরপাশ করলে সমস্যা হবে না। তারা কাজের বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ। সড়কে চলাচলরত যানবাহন চালকরা জানিয়েছেন, সড়কে কাজের শুরুতে তোড়জোড় থাকলেও বর্তমানে ঢিমেতালে কাজ করা হচ্ছে। ফলে সড়কের বেহাল অবস্থার কারণে চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। আগামী ঈদের আগে সড়ক নির্মাণ কাজ সম্পন্ন না হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। তারা আরো বলেন, কাজের প্রথমদিকে ভালো মানের মনে হলেও পরে কাজে ব্যাপক অনিয়ম দেখা দিয়েছে। পরিত্যক্ত ইট ও নি¤œমানের বালু, পাথর ব্যবহার করা হচ্ছে। তারা কাজটি ভালো মানের করার দাবি জানান। সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্ক অ্যাসিসটেন্ট গোপাল বাবু মুঠোফোনে বলেন, তিনি নিয়মিত কাজ দেখছেন। তবে ব্রিজের ফাটল ও কাজের মান নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না বলে জানান। সড়ক তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের এসও আ. রশিদ মুঠোফোনে বলেন, ১২ কোটি টাকা ব্যয়ে ৭টি ব্রিজ ও ১৫ কিলোমিটার থেকে ২৬ কিলোমিটার পর্যন্ত কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আকতার হোসেন লি.। তিনি কাজের নিয়মিত তদারকি করছেন। তবে কাজের মান ভালো দাবি করলেও রায়পুর এলাকায় ব্রিজের ফাটলের বিষয়ে তার কিছু জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে বলে তিনি জানান। এলাকাবাসী দ্রুত সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করাসহ কাজের মান বৃদ্ধির জন্য তদারকি কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বালিয়াকান্দি-রাজবাড়ী-মধুখালী সড়কে নির্মাণাধীন ব্রিজে ফাটল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ