Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রস্তাবিত সড়ক পরিবহন শ্রম আইন সংশোধনের দাবি

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : প্রস্তাবিত সড়ক পরিবহন শ্রম আইন ২০১৭ এর কতিপয় ধারা সংশোধনের দাবিতে রাজবাড়ীতে মালিক-শ্রমিকরা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে রাজবাড়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ জেলা শাখার আয়োজনে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহব্বায়ক কাজী ইরাদত আলী ও সদস্য সচিব মো. মুরাদ হাসান এর স্বাক্ষরিত স্বারকলিপিটি মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেকাকর্মীরা জেলা প্রশাসক জিনাত আরা’র নিকট পেশ করেন। এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. মুরাদ হাসান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি  মো. রকিকুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান প্রমুখ। এ সময় মালিক শ্রমিকরা সড়ক পরিবহন আইন সংশোধন ও দুর্ঘটনায় জরিমানার বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ