Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পী সমিতির নির্বাচনে মিশা সভাপতি জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর ও সাধারণ স¤পাদক পদে জায়েদ খান। গতকাল সকালে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে। মিশা সওদাগর ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী ওমর সানী পেয়েছেন ১৫৩ ভোট। অপরদিকে জায়েদ খান ২৭৯ ভোট পেয়ে সাধারণ স¤পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী অমিত হাসান পেয়েছেন ১৪৫ ভোট। সহ-সভাপতি পদে রিয়াজ ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী নাদির খান পেয়েছেন ২৬৫ ভোট। কার্যনির্বাহী পরিষদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইমন সাদিক। তিনি মোট ভোট পেয়েছেন ৩৬১। কার্যনির্বাহী পরিষদে অন্যান্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন মৌসুমী (৩৪৯ ভোট), রোজিনা (৩৪৪ ভোট), সুশান্ত (৩৪২ ভোট), জেসমিন (৩২৬ ভোট), অঞ্জনা (৩২২ ভোট), সুব্রত (৩১০ ভোট), আলীরাজ (৩০৩ ভোট), পপি (৩০২ ভোট), জ্যাকি আলমগীর (২৯৫ ভোট), পূর্ণিমা (২৮২ ভোট), নাসরিন (২৬৮ ভোট), আরমান (২৬৫), ইমন (২৬২ ভোট), ফেরদৌস (২৬১ ভোট), জাকির হোসেন (১৯০ ভোট) ও কমল (২৪২ ভোট)। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৫৭ জন। ৬২৪ জন ভোটারের মধ্যে ৫৫৮ জন ভোট প্রদান করেন। গত শুক্রবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টায়। সকাল থেকেই বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত চলে নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে নবীন-প্রবীণ সবশ্রেণির শিল্পীদের উপস্থিতিতে এফডিসিতে বসে তারার মেলা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এফডিসির বাইরে ও ভেতরে প্রচুরসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।



 

Show all comments
  • ৭ মে, ২০১৭, ১২:৪৮ এএম says : 0
    অলপো কিচু দিন হয়েছে জাহেদ খান চলচিত্র এসেছে তাতেই আমরা সাধারণ সম্পাদক বানিয়ে দিলাম
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্পী সমিতি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ