Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পী সমিতির ইফতার মাহফিল নিয়ে সমালোচনা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২২, ১২:০৭ এএম

খণ্ডিত কমিটি নিয়ে চলা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সমিতির অনেক সদস্য দাওয়াত পাননি বলে অভিযোগ উঠেছে। অনেক দর্শকপ্রিয় শিল্পী যাননি। মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত অনেকেই অনুষ্ঠানে যোগ দেয়নি। এতে বিষয়টি স্পষ্ট যে, শিল্পী সমিতি এখন দ্বিধাবিভক্ত অবস্থায় চলছে। অনেকে মন্তব্য করছেন, সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন সমিতিকে এখনও ঐক্যবদ্ধ করতে সক্ষম হননি। তার এমন কোনো উদ্যোগও নেই। ফলে ইফতার অনুষ্ঠানে অনেকে উপস্থিত হননি। এদের মধ্যে রয়েছেন, সোহেল রানা, উজ্জ্বল, জাভেদ, রুবেল, সুচরিতা, রোজিনা, অঞ্জনা, ডিপজল, ওমর সানি, নাঈম, শাবনাজ, আমিন খান, শিল্পী, পলি, মিশা সওদাগর, জায়েদ খানসহ আরও দর্শকপ্রিয় শিল্পী। সাধারণত শিল্পী সমিতির ইফতার মাহফিল ঘিরে সদস্যদের মধ্যে একধরনের আগ্রহ ও উৎসাহ থাকে। এ সময় অনেকের সাথে দেখা হয় ও কুশলাদি বিনিময় হয়। পাশাপাশি ঈদ সামনে রেখে সমিতির পক্ষ থেকে বিভিন্ন ঈদ উপহার দেয়া হয়। ফলে এক উৎসবমুখর পরিবেশ শিল্পীদের মধ্যে থাকে। তবে এবার সমিতির সাধারণ সদস্যদের অনেকে ইফতারের আমন্ত্রণ ও বৈশাখী উপহার পাননি বলে অভিযোগ করেছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অভিনেত্রী মুনমুন বলেছেন, নির্বাচনের দিন থেকেই একটি প্যানেল আমাকে নানাভাবে ছোট করে আসছে। আমার এত দিনের ক্যারিয়ারে দাগ দিয়েছে। সেসব না হয় বাদ দিলাম। আমি তো আজকের শিল্পী না। আমাকে কেনো ইফতার কিংবা বৈশাখী উপহার দেওয়া হবে না। আমরা তো উপহারের জন্য বসে থাকি না, আমরা চাই সম্মান। নায়িকা তানিন সুবাহ ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, আমরা শিল্পী সমিতির সদস্য হওয়ার পর থেকেই বিভিন্ন উৎসবে বিভিন্ন উপহার পেয়েছি। কিন্তু বর্তমান কমিটি আসার পর নানা ধরনের বিতর্ক দেখা দিয়েছে। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আমন্ত্রণপত্র, বৈশাখী উপহার ও ইফতারের দাওয়াত আমাকে দেয়া হয়নি। আপনারা আপনাদের কাছের নির্দিষ্ট কিছু শিল্পীদের উপহার দিয়ে ফেসবুকে ঢালাওভাবে শো-অফ করছেন। তাহলে আমরা কী? আমরা কি শিল্পী না? চিত্রনায়ক অভি ফেইসবুকে লিখেছেন, একজন শিল্পী হিসেবে শিল্পী সমিতি থেকে যতটুকু ভালোবাসা পাওয়ার সেটা স¤পূর্ণ দাবি রাখি। কিন্তু পহেলা বৈশাখে শুনেছি আমার অনেক সহশিল্পীদের কাছে তাদের উপহার বা ভালোবাসা পৌঁছে গেছে। কিন্তু আমাকে সেটার অংশীদার মনে করেনি তারা। ইফতার পার্টির জন্য তারা ফোন করে দাওয়াত করেছে। এতে কি আমি একজন শিল্পী হিসেবে সমিতির কাছ থেকে পুরোপুরি সম্মান পেলাম? এই প্রশ্নটা আমার শিল্পীদের কাছে উত্তর দিন। এদিকে ইফতার মাহফিলে চিত্রনায়িকা নিপুণের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করছেন। অনেকে বলছেন, নিপুণের উচিৎ ছিল ইফতার মাহফিলে শালীনভাবে উপস্থিত হওয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্পী সমিতির ইফতার মাহফিল নিয়ে সমালোচনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ