Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

দাউদকান্দি উপজেলা (কুমিল্লা) সংবাদদাতা : দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আমির হোসেন রাজনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃর্ত্তরা। গতকাল শনিবার সকাল পৌনে ১১ টায় দাউদকান্দির পশ্চিম মাইজপাড়া (বলদাখাল) মসজিদের সামনে দুর্বৃর্ত্তরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে মারা যায় রাজন। পুলিশ ঘটনাস্থল পৌছে একটি চাপাতিসহ বিভিন্ন আলামত উদ্ধার করে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাগণ। নিহত আমির হোসেন রাজন দাউদকান্দি পৌরসভার কাজিরকোনা গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম বলেন, তদন্ত করে হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবলীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ