রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গফরগাঁও উপজেলার ৩নং চরআলগী ইউনিয়ন শাখা যুবলীগের উদ্যোগে গত শনিবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। চরমছলন্দ বালিকা বিদ্যালয় সবুজ চত্বরে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল। ৩নং চরআলগী ইউনিয়ন শাখা যুবলীগের সভাপতি ইসকান্দার রোজ রিভেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন (বাদল), উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, মেয়র এসএম ইকবাল হোসেন সুমন ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মো. আতাউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আকন্দ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক সালাউদ্দিন পলাশ প্রমুখ। প্রধান অতিথি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন, বর্তমান সরকার অসহায় হতদরিদ্রদের জন্য জমিসহ গৃহনির্মাণ করে দিয়েছে। যা ইতোপূর্বে কোন সরকার করেনি। পদ্মা সেতু উদ্ধোধনের ফলে দেশের চেহারা পাল্টা গেছে। দেশ এখন উন্নতির দিকে এগ্রিয়ে যাচ্ছে। আ.লীগ সরকারের আমলে গফরগাঁও উপজেলা সর্বত্র ব্যাপক উন্নয়ন হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।