Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরের ছাত্রলীগ ও যুবলীগ মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

লক্ষ্মীপুর স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ১:২৮ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ছাত্রদলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান পন্ড হয়ে গেছে। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় উভয় পক্ষ মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভাংচুর করা হয় অনুষ্ঠানে বসার জন্য রাখা চেয়ার। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

খাসেরহাট বাজারে বুধবার রাতে ছাত্রদলের নতুন কমিটির সংবর্ধনা ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি হিসেবে জেলা ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা বিএনপি ও ছাত্রদলের প্রায় ৩শ’ নেতা-কর্মী অংশগ্রহণ করেন। ওই সময় তাঁরা সরকার ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন শ্লোগান ও বক্তব্য দেন। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। যুবলীগ নেতা পান্নু মাঝি, ডালিম খান, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির, তালহা ইসলাম ও ইমন খলিফার নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল সমাবেশে হামলা ও ভাংচুর করে। ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

উত্তর চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক খালেদ হোসেন দেওয়ান বলেন, বিএনপি ও ছাত্রদলের লোকজন আওয়ামী লীগ ও আমাদের সভানেত্রী শেখ হাসিনা সম্পর্কে অশালিন বক্তব্য দেওয়ায় এলাকাবাসি ও নেতাকর্মীরা প্রতিবাদ করেছেন। উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা ও ভাংচুরের অভিযোগ সঠিক নয়।

রায়পুর উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু বলেন, ছাত্রলীগ-যুবলীগ গণতন্ত্রে বিশ্বাসি নয়। তারা বিনা উস্কানিতে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা ও ভাংচুর চালিয়েছে। তাদের হামলায় আমাদের ফারুক কবিরাজ, মিজানুর রহমানসহ ৪ জন নেতা আহত হয়েছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়–য়া বলেন, দু’পক্ষের মাঝে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়নি। সার্বিক পরিস্থিতিতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

j²xcy‡ii QvÎjxM I hyejxM g‡a¨ avIqv-cvëv avIqv

 

j²xcyi †_‡K ÷vd wi‡cvU©vi t j²xcy‡ii ivqcy‡i QvÎjxM I hyejxM Kg©x‡`i avIqv-cvëv avIqvq QvÎ`‡ji C` cyb©wgjbx Abyôvb cÛ n‡q †M‡Q| Dc‡Rjvi DËi Pieskx BDwbq‡bi Lv‡minvU evRv‡i MZ eyaevi ivZ mv‡o 8Uvi w`‡K G NUbv N‡U| IB mgq Dfq cÿ g‡a¨ D‡ËRbv †`Lv †`q| fvsPzi Kiv nq Abyôv‡b emvi Rb¨ ivLv †Pqvi| cywjk G‡m cwiw¯’wZ wbqš¿Y K‡i|

 

Lv‡minvU evRv‡i eyaevi iv‡Z QvÎ`‡ji bZzb KwgwUi msea©bv I C` cyb©wgjbx Abyôv‡bi Av‡qvRb Kiv nq| AwZw_ wn‡m‡e †Rjv QvÎ`j mfvcwZ nvmvb gvngy` Beªvwng I mvaviY m¤úv`K Avãyjøvn Avj gvgybmn Dc‡Rjv weGbwc I QvÎ`‡ji cÖvq 3kÕ †bZv-Kg©x AskMÖnY K‡ib| IB mgq Zuviv miKvi I AvIqvgx jxM we‡ivax wewfbœ †køvMvb I e³e¨ †`b| G‡ZB cwiw¯’wZ DËß n‡q c‡o| hyejxM †bZv cvbœy gvwS, Wvwjg Lvb, QvÎjxM †bZv ûgvqyb Kwei, Zvjnv Bmjvg I Bgb Lwjdvi †bZ…‡Z¡ 30-35 R‡bi GKwU `j mgv‡e‡k nvgjv I fvsPzi K‡i| avIqv-cvëv avIqv NU‡j cywjk G‡m cwiw¯’wZ wbqš¿‡Y Av‡b|

 

DËi Pieskx BDwbqb AvIqvgx jx‡Mi hyM¥ AvnŸvqK Lv‡j` †nv‡mb †`Iqvb e‡jb, weGbwc I QvÎ`‡ji †jvKRb AvIqvgx jxM I Avgv‡`i mfv‡bÎx †kL nvwmbv m¤ú‡K© Akvwjb e³e¨ †`Iqvq GjvKvevwm I †bZvKg©xiv cÖwZev` K‡i‡Qb| D‡ËRbv †`Lv w`‡j cywjk G‡m cwiw¯’wZ wbqš¿‡Y Av‡b| nvgjv I fvsPz‡ii Awf‡hvM mwVK bq|

 

ivqcyi Dc‡Rjv weGbwci mvaviY m¤úv`K bvRgyj Bmjvg wgVz e‡jb, QvÎjxM-hyejxM MYZ‡š¿ wek¦vwm bq| Zviv webv D¯‹vwb‡Z Avgv‡`i kvwšÍc~Y© mgv‡e‡k nvgjv I fvsPzi Pvwj‡q‡Q| Zv‡`i nvgjvq Avgv‡`i dviæK KweivR, wgRvbyi ingvbmn 4 Rb †bZv AvnZ n‡q‡Qb|

 

ivqcyi _vbvi fvicÖvß Kg©KZ©v (Iwm) wkcb eo–qv e‡jb, `yÕc‡ÿi gv‡S D‡ËRbv †`Lv w`‡j cywjk wM‡q cwiw¯’wZ wbqš¿‡Y Av‡b| G NUbvq †Kv‡bv cÿ †_‡K _vbvq wjwLZ Awf‡hvM Kiv nqwb| mvwe©K cwiw¯’wZ‡Z cywjk mZK© Ae¯’vq i‡q‡Q|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ