Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে সিনেমা মুক্তি নিয়ে প্রস্তুতি শুরু

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে চলচ্চিত্রাঙ্গণে সিনেমা মুক্তির হিসেব-নিকাষ শুরু হয়ে গেছে। কোন কোন সিনেমা মুক্তি পাবে, তা নিয়ে চলছে আলোচনা। আলোচনায় এখন পর্যন্ত আটটি সিনেমা মুক্তি দেয়ার প্রস্তুতি শুরু হয়েছে। যেসব সিনেমা মুক্তির আলোচনায় রয়েছে, সেগুলো হচ্ছে নবাব, বস টু, রাজনীতি, রংবাজ, অহংকার, পাষাণ, মনে রেখো ও কলকাতার একটি সিনেমা। ঈদের সিনেমা হিসেবে সবার আগে নাম ঘোষণা দিয়েছে নবাব। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব ও ভারতের শুভশ্রী। পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। ২০১৩ সালে কলকাতায় মুক্তি পাওয়া বস-এর সিক্যুয়াল বস টু ঢাকাতেও মুক্তি পাবে। বাবা যাদব পরিচালিত সিনেমাটিতে আছেন জিৎ, নুসরাত ফারিয়া ও শুভশ্রী। প্রযোজনা করছে জাজ ও গ্রাসরুট এন্টারটেইনমেন্ট। রাজনীতি সিনেমাটির পরিচালক বুলবুল বিশ্বাস চেয়েছিলেন গত ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দিতে। সে সময় মুক্তি দিতে পারেননি। তবে এবার মুক্তির ঘোষণা দিয়েছেন। এতে অভিনয় করেছেন শাকিব, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। রংবাজ সিনেমাটির শূটিং এখনো চলছে। তবে প্রযোজনা সংস্থা ঈদে মুক্তি দেয়ার প্রস্তুতি নিয়েছে। এতে অভিনয় করছেন শাকিব ও শবনম বুবলি। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত অহংকার মুক্তির কথা ছিল বৈশাখে। তবে মুক্তি স্থগিত করে ঈদে আসার সিদ্ধান্ত নেয়া হয়। পাষাণ সিনেমার পরিচালক সৈকত নাসির বলেছিলেন বৈশাখে সিনেমাটি মুক্তি দেবেন। কিন্তু দিতে পারেননি। কলকাতার ওম ও ঢাকার বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমাটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। কলকাতার প্রোডাকশন হিসেবে শ্রী ভেঙ্কটেশের নাম ঠিক না হওয়া একটি সিনেমার শূটিং শুরু হয়েছে। রাজীব পরিচালিত ছবিটিতে শাকিবের বিপরীতে আছেন সায়ন্তিকা ও নুসরাত জাহান। সিনেমাটি ঈদে কলকাতায় মুক্তির পাশাপাশি বাংলাদেশে মুক্তি পেতে পারে। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি নওশাদ আহমেদ বলেন, ঈদে বড় জোর চার-পাঁচটি সিনেমা মুক্তি দেওয়া উচিত। না হলে সব সিনেমা ব্যবসা করতে পারবে না। তবে ঈদের আগে সিনেমা মুক্তির এক ধরনের হিড়িক পড়ে। এবারও তাই দেখা যাচ্ছে। দেখার বিষয় হচ্ছে, শেষ পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ