Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যমুনা গর্ভে ৫০ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, শুভগাছায় আতঙ্ক

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গত ৪/৫দিন যাবৎ যমুনা নদীর পানি বৃদ্ধি পওয়ায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২টি স্পটে নদীর ভাঙন বৃদ্ধি পেয়েছে। পানির প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তে শুভগাছা ইউনিয়নের টুটুল মোড় নামক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫০ মিটার এলাকা গত বুধবার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ সময় ৮৫টি ঘরবাড়ি ও ১টি মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এদিকে পানি বৃদ্ধির ফলে নাটুয়ারপাড়া এলাকায়ও নদীর ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। অসময়ে যমুনার তীব্র্র ভাঙনে শুভগাছা এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। শুভগাছায় ভেঙ্গে যাওয়া বাঁধের নিকটবর্তী এলাকার লোকজন ঘরবাড়ি ভেঙ্গে নিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। গত ৪৮ ঘণ্টায় প্রায় ১০০ পরিবার ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে। ভাঙ্গন এলাকায় সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা, কাজিপুর উপজেলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হামিদ, প্রকল্প কর্মকর্তা একেএম শাহ আমল মোল্লাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ পরিদর্শন করেছেন। পানি উন্নয়র বোর্ড ভেঙ্গে যাওয়া স্থানে বালুর বস্তা ফেলছেন। কাজিপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ প্রদান করার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যমুনা

৯ মে, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ