Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থের লোভে দলবদলের অভিযোগ শ্বেতার বিরুদ্ধে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৪ এএম

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’ শেষ হয়েছে প্রায় অনেকদিন। তাই মাস কয়েকের বিরতিতে ছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। যিনি বাংলা টেলি ইন্ডাস্ট্রির একজন অতি পরিচিত মুখ। তবে বিরতি শেষ, খুব শীঘ্রই ফিরছেন তিনি নতুন ধারাবাহিক নিয়ে। তবে সিরিয়াল থেকে বিরতি নিলেও তিনি এই কয়দিন দেবের সঙ্গে সিনেমাতে কাজ করেছেন। হ্যাঁ, খুব শীঘ্রই সিনেমাতে ডেবিউ করছেন শ্বেতা, তাও আবার সুপারস্টার দেবের বিপরীতে। তবে আবার কেন ছোট পর্দায়? এমনকি টালিগঞ্জে দলবদলও করেছেন শ্বেতা। শোনা যাচ্ছে, স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজক সংস্থা ছেড়ে নাম লিখিয়েছেন তিনি সুশান্ত দাসের সংস্থায়। ব্যাপারটা ঠিক কী? খবর বলছে, জি বাংলাতেই নতুন ধারাবাহিক নিয়ে আসছেন শ্বেতা। একই ধরনের কাজ করতে করতে তিনি ক্লান্ত, তাই এই রদবদল। তবে সত্যিটা নিজেই জানিয়েছেন শ্বেতা। তিনি সাফ জানালেন, ‘এরকম কোনও কথা আমি অন্তত বলিনি। স্নেহাশিসদার ওখান থেকেই আমার উত্থান। সেটা অস্বীকার করি কী করে, আমি ওঁর প্রতি কৃতজ্ঞ। আমি নিজে জি-কে বলেছি আমি অভিনয় করতে চাই। কারণ মাথার উপরে আমার সংসারের দায়িত্ব রয়েছে। ছবির ভরসায় বসে থাকলে আমার তো আর চলবে না!’ ২০১০ সালে ‘সিঁদুরখেলা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে ডেবিউ শ্বেতার। তারপর থেকে চিত্রনাট্যকার স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনাতেই কাজ করেছিলেন তিনি। যার হাত ধরে ‘তুমি রবে নীরবে’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘কনক কাঁকন’-এর মতো একাধিক ধারাবাহিক উপহার দিয়েছেন তিনি আমাদের। ‘যমুনা ঢাকি’ শেষ করেই রুপালি পর্দায় চলে যান তিনি। অভিজিৎ সেনের ‘প্রজাপতি’ ছবিতে দেখা জানে তাঁকে দেবের সঙ্গে। তবে আপাতত খবর পাওয়া গিয়েছে যে, তাঁর নতুন ধারাবাহিক প্রেমের গল্পই হতে চলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ