Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যমুনা ব্যাংকের নব নির্বাচিত চেয়ারম্যান নূর মোহাম্মদ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে আলহাজ্ব নূর মোহাম্মদকে দ্বিতীয়বারের মতো যমুনা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। মুন্সিগঞ্জে জন্মগ্রহণকারী আলহাজ্ব নূর মোহাম্মদ শিক্ষাজীবন শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি মুন্সিগঞ্জের সাবেক সংসদ সদস্য ছিলেন।
এছাড়াও আলহাজ্ব নূর মোহাম্মদ যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান, আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা, মুন্সিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।
তার নেতৃত্বে যমুনা ব্যাংক ফাউন্ডেশন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি স্বরূপ ২০২১ সালে যুক্তরাজ্যভিত্তিক ‘দ্য গ্লোবাল ইকোনমিকস’ থেকে যমুনা ব্যাংক ‘সেরা সিএসআর ব্যাংক ২০২১’ পুরস্কার লাভ করে।



 

Show all comments
  • Md. Ripon Mia ৩১ মে, ২০২২, ২:০৭ পিএম says : 0
    আমি এক জন আপনাদের ঝিনাইদহ শাখার পরিচ্ছন্নতাকর্মী, বাংলাদেশের বর্তমান পেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাতে আমরা এবং আমি কি করে চলব,আমাকে মাত্র 6000 টাকা বেতন দেওয়া হয় দিন দিন আমরা আভাবে পড়ে যাচছি দয়া করে আপনারা আপনাদের মানবিক দিক দিয়ে আমাদের বেতন একটু হলেও বাড়িয়ে দিয়েন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যমুনা ব্যাংকের নব নির্বাচিত চেয়ারম্যান নূর মোহাম্মদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ