পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে আলহাজ্ব নূর মোহাম্মদকে দ্বিতীয়বারের মতো যমুনা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। মুন্সিগঞ্জে জন্মগ্রহণকারী আলহাজ্ব নূর মোহাম্মদ শিক্ষাজীবন শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি মুন্সিগঞ্জের সাবেক সংসদ সদস্য ছিলেন।
এছাড়াও আলহাজ্ব নূর মোহাম্মদ যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান, আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা, মুন্সিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।
তার নেতৃত্বে যমুনা ব্যাংক ফাউন্ডেশন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি স্বরূপ ২০২১ সালে যুক্তরাজ্যভিত্তিক ‘দ্য গ্লোবাল ইকোনমিকস’ থেকে যমুনা ব্যাংক ‘সেরা সিএসআর ব্যাংক ২০২১’ পুরস্কার লাভ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।