Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্থিসন্ধি বাত চিকিৎসা

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

অস্থিসন্ধি বাত কি? কয়েক সপ্তাহ ধরে ক্রমশ এক বা একাধিক অস্থি সন্ধিতে ব্যথা, আড়ষ্ঠভাব প্রকাশ পায়। সাধারণত হাত ও পা প্রথমে আক্রান্ত হয় আবার কখনও শুধু একটি সন্ধি।
প্রকার ভেদ : অস্থিসন্ধিবাত প্রধানত দুই প্রকার, যথা: (ক) তরণ অস্থিসন্ধি বাত (খ) পুরাতন অস্থিসন্ধি বাত। যেমন- হাঁটু, কনুই, পাছার সন্ধি আক্রান্ত হয়। মাঝে মাঝে এই লক্ষণগুলো মারাত্মকভাবে দেখা দেয় এবং রোগী অচল হয়ে পড়ে ইহাই অস্থি সন্ধিবাত।
অস্থিসন্ধি বাতের কারণতত্ত¡ : অস্থিসন্ধি বাতের সঠিক কারণ এখনো অজানা। তবে নিম্ন লিখিত কারণগুলো রোগ সৃষ্টির জন্য বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে।
১. সাধারণত : বয়স চল্লিশের বেশি পুরুষ অপেক্ষা স্ত্রী লোকদের ক্ষেত্রে অধিক।
২. বংশগত কারণ। ঠাÐা স্যাঁত স্যাঁতে স্থানে বসবাস। দীর্ঘদিন যাবত মানসিক অস্থিরতা।
৩. অতিরিক্ত কায়িক পরিশ্রম। সন্ধিতে ইউরেট অব সোডা সঞ্চিত হওয়া।
৪. দীর্ঘদিন যাবত পুঁজস্রাব, দাঁত ও মাড়ির রোগ, প্রমেহ, শ্বেত প্রদর থাকলে।
৪. অতিরিক্ত মদ ও প্রোটিন গ্রহণের ফলে।
শারীরিক পরিবর্তন, দৈহিক বিকৃতি ও উপসর্গ : দুর্বলতা, সামান্য পরিশ্রমে হাঁপাইয়া পড়া, হাতে পায়ে মাঝে মাঝে ব্যথা অনুভব করা, শরীরের ওজন কমে যাওয়া।
১. আঙ্গুলের ছোট ছোট সন্ধি, কব্জি, পায়ের গোড়ালী এবং মাংস পেশীতে ব্যথা অনুভব হয়
২. জ্বরসহ আক্রান্ত সন্ধি লাল, সন্ধিস্থল স্ফীত, শক্ত ও নড়াচড়ায় শব্দ, পারিপার্শ্বিক পেশীগুলোর শীর্ণতা, বিকৃত অবস্থা এবং পেশীবন্ধনীতে ক্ষুদ্রগুটিকা বা স্ফীত দেখা যায়।
৩. রক্ত স্বল্পতা, রক্তে শ্বেতকণিকার বৃদ্ধি এবং এলবুমেন হ্রাস পায়।
৪. রক্তবহা নালীতে প্রদাহ হেতু হাতের আঙ্গুুলের ডগায় বেদনাযুক্ত দাগ দেখা দেয় বা দীর্ঘস্থায়ী পক্ষাঘাত হয়।
৫. ফুসফুসের কোষাবরকের প্রদাহহেতু পুরিসি হতে পারে, এবং শ্বাসকষ্ট দেখা দেয়।
৬. অক্ষিগোলকের প্রদাহহেতু দৃষ্টিশক্তির ব্যাঘাত ঘটায়।
জটিলতা : দীর্ঘদিন যাবত সন্ধিবাতে ভুগলে শারীরিক বিকৃতি ঘটে। আক্রান্ত সন্ধির বন্ধনী, সাইনোভিয়াল ঝিল্লী এবং অস্থিগুলো শীর্ণ অথবা বর্ধিত হতে পারে। চর্মের নিচে গুটিকা ও রক্তস্বল্পতা দেখা দিতে পারে। সর্বোপরি বিকলাঙ্গ অবস্থা সৃষ্টি হতে পারে।
ব্যবস্থাপনা ও চিকিৎসা :
শক্ত বিছানায় শয়ন, উপযুক্ত শরীর চর্চা, রক্তস্বল্পতা দূরীকরণসহ লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক ওষুধসমূহ ব্যবহৃত হয়।
ডা. এস এম আব্দুল আজিজ
আল আজিজ হেলথ সেন্টার, ৫৩, বায়তুল আবেদ (রুম নং ১০৩)
পুরানা পল্টন, ঢাকা-১০০০। মোবাইল ঃ ০১৭১০-২৯৮২৮৭, ০১৯১১-০২০৬৬৪



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন