Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব ওলীর ওফাত দিবস আজ বিশ্ব জাকের মঞ্জিলে বিরহ কাতর মানুষের ঢল

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বিশ্ব জাকের মঞ্জিল ও সন্নিহিত প্রায় ২৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এখন তিল ধারণের ঠাঁই নেই। যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। চোখে-মুখে বিষাদের ছায়া। মুর্শিদ বিরহে কাতর শোকাতুর মানুষের অনন্য এক মহাসমুদ্র। অসহনীয় আর্তনাদ, আহাজারী আর ডুকরে উঠা কান্নার ঢেউ। হযরত শাহ্ সূফী খাজা বাবা ফরিদপুরী (কু:ছে:আ:) কেবলাজান ছাহেবের পবিত্র বেছালত (ওফাত) দিবস আজ ১ মে।
২০০১ সালের এই দিনে তার ইন্তেকালের পর পর ২০০২ সাল থেকে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে প্রতি বছর দিবসটি ঘিরে ৩০ এপ্রিল থেকে দু’দিনব্যাপী বিশ্ব ফাতেহা শরীফ পালন শুরু হয়। এবারো দেশ বিদেশের লাখ লাখ অনুসারী এবং শান্তিকামী মানুষ শোক বিধুর বিশ্ব ফাতেহা শরীফে সমবেত হয়েছেন।
এবার বিশ্ব ফাতেহা শরীফে মানুষের আগমন অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। গত (শনিবার) থেকে মানুষের ঢল শুরু হয় বিশ্ব জাকের মঞ্জিলে। কাফেলার পর কাফেলা আসছে সকল প্রবেশ পথ দিয়ে। আরিচার পাটুরিয়া ফেরিঘাট ও মুন্সিগঞ্জের মাওয়া ফেরি ঘাটে বিশ্ব জাকের মঞ্জিল অভিমুখী গাড়ির বিশাল জট, লঞ্চ ও ট্রলার কাফেলার অবিরাম চাপ চর নওপাড়া, শয়তানখালী ও পিয়াজখালীর উজানে। বরিশাল-ফরিদপুর ও খুলনা-ঢাকা মহাসড়ক দিয়েও যানবাহন ও জনশ্রোত শুরু হয় হয়েছে। সাথে নানা মেঠো পথ দিয়ে বিরহকাতর নারী-পুরুষের অবিরাম হাঁটা কাফেলা। সব মিলিয়ে মহান মুর্শিদ বিচ্ছেদে আকুল নারী-পুরুষের অকল্পনীয় শোক বিধুর মহাসম্মিলন বিশ্ব জাকের মঞ্জিলে।
আজ থেকে ৭০ বছর আগে আপন মুর্শিদ, খাজায়ে খাজেগান হযরত শাহ্সূফী খাজা এনায়েতপুরী (কু:ছে:আ:) ছাহেবের পবিত্র নির্দেশে বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেব বেলায়েতের মহাপবিত্র ভার নিয়ে আটরশিতে আগমন করেছিলেন। সে সময়ে ফরিদপুরের চরম অনগ্রসর, শিক্ষা ও সভ্যতায় অত্যন্ত পশ্চাদপদ প্রত্যন্ত পল্লী আটরশি থেকে হেদায়েতের বাণী প্রচার শুরু করেন মহান সূফী সাধক।
দু’দিনব্যাপী বিশ্ব ফাতেহা শরীফ গতকাল (রবিবার) মাগরিব নামাজ শেষে ২ রাকায়াত করে ৩ বার ৬ রাকায়াত নফল নামাজ আদায় এবং বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে শুরু হয়। ওয়াক্তিয়া নামাজ, নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, রাতের শেষভাগ রহমতের সময় রাত ৩টা থেকে ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত রাসূল (সা.)-এর প্রেম ও রাহ্মানুর রাহীমের অপার বারী চেয়ে রোনাজারী। সাথে বিশ্ব মানবের হেদায়েতে বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজা বাবা ফরিদপুরী (কু:ছে:আ:) কেবলাজান ছাহেবের অপরিসীম সাধনা আলোকপাত করে ওয়াজ নসিহত অনুষ্ঠানমালায় অব্যাহত ছিল। এ ফাতেহা শরিফ উপলক্ষে সার্বিক কর্মকান্ড সুচারুরূপে সম্পন্নের লক্ষে ৫৮টি ডিপার্টমেন্টে একযোগে লক্ষাধিক স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছেন। আলাদা আলাদা সুবিশাল কম্পাউন্ডে হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান সম্প্রদায়সহ নানা ধর্ম, মত ও পথের মানুষ ধ্যান মগ্ন।
বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধিদ্বয় পীরজাদা আলহাজ্জ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ্জ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব বিশ্ব ফাতেহা শরীফের সার্বিক দিক সমন্বয়, তদারকি ও তত্ত্ববধান এবং সমবেতদের দফায় দফায় সাক্ষাৎ ও নসিহত দান করছেন।
আজ ১ মে বাদ ফযর বিশ্বওলী কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ যিয়ারত ও আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ