Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব জাকের মঞ্জিলে আজ থেকে ফাতেহা শরীফ শুরু

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের ফাতেহা শরীফ আজ থেকে শুরু হচ্ছে। দেশেÑবিদেশের লক্ষ লক্ষ জাকেরান ও আশেকানবৃন্দ ইতোমধ্যেই বিশ্ব জাকের মঞ্জিলে সমবেত হতে শুরু করেছেন। আজ বাদ আসর তওবা কবুলিয়াতের ফায়েজসহ মিলাদ ও দোয়া শেষে ফাতেহা শরীফ পাঠান্তে পীর ছাহেবের জিয়ারতের মাধ্যমে এ দিবসের কর্মসূচির সূচনা হবে। এর পরে বাদ মাগরিব দু’রাকাত করে তিন দফায় নফল নামাজ আদায় ও দোয়া মোনাজাত এবং পুনরায় ফাতেহা শরীফ পাঠান্তে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। এ লক্ষে ইতোমধ্যে বিশ্ব জাকের মঞ্জিলে সকল প্রস্তুতি চ‚ড়ান্ত হয়েছে। ৫৮টি ডিপার্টমেন্ট একযোগে মহা-মিলনমেলার সাক কর্মকান্ড বাস্তবায়নে কাজ করবে।
বিশ্ব ওলি কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধিদ্বয় পীরজাদা আলহাজ খাজা মাহফুযুল হক মুজাদ্দেদি ছাহেব ও পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদি ছাহেব সামগ্রিক দিক তত্ত¡াবধান ও পরিচালনা করছেন।
রাতভর পবিত্র কুরআন তিলাওয়াত, ওয়াজ, মিলাদ এবং দরুদ শরীফ পাঠান্তে সোমবার বাদ ফজর পুনরায় ফাতেহা শরীফ পাঠান্তে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। এরপর খতম শরীফ আদায় করে সকাল সাড়ে ৭টায় পীর ছাহেবের রওজা শরীফ জিয়ারতের নিয়তে পুনরায় পবিত্র কুরআন তিলাওয়াত, মিলাদ ও ফাতেহা শরীফ পাঠান্তে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
পীর ছাহেবের আধ্যাত্মিক উত্তরাধিকারী ও বড় ছাহেব জাদা আলহাজ মাহফুজুল হক মুজাদ্দেদি ছাহেবের নির্দেশে মেজ ছাহেবজাদা আলহাজ মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদি ছাহেব দোয়া-মোনাজাত পরিচালনা করবেন বলে আশা করা যাচ্ছে। আপন পীরের নির্দেশে ফরিদপুরের আটরশিতে এসে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেব ইসলাম প্রচার শুরু করেন। তিনি এখানে ‘জাকের ক্যাম্প’ প্রতিষ্ঠা করে এক টানা প্রায় ৫৫ বছর ইসলাম প্রচার করে গেছেন। তার প্রতিষ্ঠিত জাকের ক্যাম্প পরবর্তীতে ‘জাকের মঞ্জিল’ থেকে আজকের ‘বিশ্ব জাকের মঞ্জিল’ হিসেবে সারা বিশ্বে ইসলাম প্রচারের এক সুদৃঢ় প্লাটফর্ম হিসেব পরিচিত। সুদীর্ঘকাল ইসলামের খেদমতে কাটিয়ে পীর ছাহেব ২০০১ সালের ১ মে রাতের প্রথম প্রহরে ওফাত লাভ করেন।
পীর ছাহেবের ফাতেহা শরীফ উপলক্ষে ইতোমধ্যেই বিশ্ব জাকের মঞ্জিল ও এর সন্নিহিত প্রায় ২৫ বর্গকিলোমিটার এলাকাজুুড়ে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। দূরদূরান্ত থেকে লক্ষ লক্ষ জাকেরান ও আশেকানগণ ইতোমধ্যেই বিশ্ব জাকের মঞ্জিলে পৌঁছতে শুরু করেছেন। বরিশালÑফরিদপুর মহাসড়কের পুকুরিয়া থেকে বিশ্ব জাকের মঞ্জিল পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণে বিপুল ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয়েছে। এ ছাড়াও তালমাÑসদরপুরÑআটরশি সড়ক ও ঢাকাÑখুলনা মহাসড়কের মালিগ্রাম থেকে সদরপুরÑআটরশি সড়কেও পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ ও সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।
সমবেত লক্ষ লক্ষ জাকেরান ও আশেকান এক সামিয়ানার নিচে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ তরিকায়ে নকশবন্দিয়াÑমুজাদ্দেদিয়ার অজিফাসমূহ আদায় করবেন। সমবেত সকল জাকেরান ও আশেকানবৃন্দসহ মুসল্লিদের জন্য থাকা-খাওয়া ও অজু-গোসলের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে বিশ্ব জাকের মঞ্জিলে। বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকেও আজ সকাল থেকে বিপুল বাসসহ বিভিন্ন যানবাহনে অগণিত জাকেরান এবং আশেকানবৃন্দ বিশ্ব জাকের মঞ্জিল অভিমুখে রওয়ানা হবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ