বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, হাওররক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির বিষয়ে আমাদের স্পষ্ট কথা, আমরা দুর্নীতি করতে দেবো না। দুর্নীতির বিষয়ে অভিযোগ উঠায় পাউবোকে পিআইসি ও ঠিকাদারদের বিল দেয়া বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এটা আমাদের মন্ত্রণালয়ের প্রথম অগ্রাধিকার। আমরা পাউবোর কাজে স্বচ্ছতা চাই। প্রকল্পগুলো জনগণকে দেখানোর জন্য জেলা ও উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বিল বোর্ড আকারে প্রদর্শনের ব্যবস্থা করতে পাউবোকে নির্দেশ হয়েছে। শুক্রবার রাত ৯টায় বিভিন্ন হাওর পরিদর্শন শেষে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এ কথা বলেন। এমপি এড. পীর ফজলুর রহমান মিসবাহ’র পরিচালনায় এসভায় বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, পানিসম্পদ সচিব ড. জাফর আহমেদ খান, পাউবোর মহাপরিচালক জাহাঙ্গীর কবির, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এড. আব্দুল মজিদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, জাপা নেতা সাইফুর রহমান শমছু, আব্দুর রশিদ, সাংবাদিক আজিজুল ইসলাম চৌধুরী, শাহজাহান চৌধুরী, আল হেলাল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।