Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার্ফিংয়ে সেরা কামাল-শব মেহর

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দু’দিন ব্যাপী ল্যাবএইড তৃতীয় জাতীয় সার্ফিং প্রতিযোগিতার পুরুষে কামাল এবং নারী বিভাগে সেরার খেতাব জিতেছেন শব মেহর। জুনিয়র বিভাগের সেরা সার্ফার নির্বাচিত হন জিয়াউর রহমান। গতকাল কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে শেষ হয় তিন ক্যাটাগরিতে অংশ নেয়া প্রায় ১৫০জন প্রতিযোগির এ আসর। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ফিরোজ রশিদ এমপি। ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি হোসাইন মোহাম্মদ রায়হন কাজেমির সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাজী ফিরোজ রশিদ সিকিউরিটিজ লি.এর এমডি কাজী সোয়েব রশিদ ও ল্যাবএইডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান লেনিন। উপস্থিত ছিলেন সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সদস্য সারোয়ার হোসেন, বদরুল আলম চৌধুরী, শাহেদ আলম ও হাসান মুনির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেহর

২৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ