প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তিন বছর পর প্রকাশিত হয়েছে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার অন্যতম সেরা কণ্ঠ মেহরাবের নতুন গান। টিভি আর স্টেজ শোতে ব্যস্ত থাকলেও অনেক দিন ধরে তার নতুন গান প্রকাশিত হয়নি। ২০১৬ সালে পার্থ মজুমদারের সুরে প্রকাশ পায় তার গান। দীর্ঘ বিরতীর পর সম্প্রতি আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘আমি তো শুধু ভালোবাসতে চাই’। মেহরাব বলেন, মাঝের সময়টাতে আমি ব্যস্ত ছিলাম নিজেকে তৈরি করার জন্য। কনসার্ট আর কণ্ঠের পাশাপাশি এই সময়টাতে সুর-সংগীতে সময় দিয়েছি। চেষ্টা করেছি স্টুডিওতে বেশি সময় দিতে। তবে এবার আমি নিয়মিত নতুন গান প্রকাশের জন্য প্রস্তুত। নতুন প্রকাশিত গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন মেহরাব ও আদী। সংগীতায়োজনে ছিলেন মেহরাব নিজেই। মেহরাব বলেন, এটা সম্পূর্ণ ভালোবাসার একটি গান। গানটি তৈরি করার প্রায় ৮ বছর পর এটি প্রকাশ হয়েছে। ২০১১ সালে গানটির সুর করেছিলাম। এটা সত্যিই বিস্ময়কর একটি বিষয়। মেহরাব জানান, শিগগিরই প্রকাশ পাবে গানটির আসল ভিডিও। যার প্রস্তুতি চলছে এখন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।