Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তার চাদরে ‘মাদ্রিদ ডার্বি’

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গত ১৮ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুর সেই চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের কথা নিশ্চয় মনে আছে। রিয়াল মাদ্রিদের মাঠে সেদিন বায়ার্ন সমর্থকরা স্প্যানিশ দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুধৃু বার্নাব্যু নয়, এরও আগে বরুশিয়া ডর্টমুন্ডের বাস হয় বোমা হামলার শিকার। প্রথমে এটাকে জঙ্গি হামলা বলে ধারণা করা হলেও জার্মান পুলিশের ভাষ্য মতে ওটা ছিল পাগলা সমর্থকদের কান্ড। কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকোর মাঠেও সংঘর্ষে জড়িয়ে পড়ে লেস্টার সমর্থকরা। এর চেয়ের বেশি উত্তাপের অপেক্ষায় আসছে মঙ্গোলবারের ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মত আসরের সেমিফাইনালে ‘মাদ্রিদ ডার্বি’ বল কথা। সবকিছু চিন্তা করেই নিরাপত্তা জোরদারের চিন্তা করছে মাদ্রিদ সিটি কতৃপক্ষ। স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারেরও বেশি নিরাপত্তা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। রিয়ালের ৮০ হাজার ধারণক্ষম স্টেডেয়িামে ৪ হাজার বরাদ্দ অ্যাটলেটিকো সমর্থকদের জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরাপত্তা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ