Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হাওর জনপদে কৃষকদের ও কওমি মাদরাসায় বিশেষ অনুদান প্রয়োজন’

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের হাওর জনপদের ৭ জেলার ক্ষতিগ্রস্থ কৃষকদের সুদমুক্ত কৃষিঋণ প্রদানসহ এসব এলাকার সকল কওমি মাদরাসাসমুহে সরকারিভাবে বিশেষ অনুদান প্রদানের আহবান জানিয়েছেন মাদানী কাফেলা বাংলাদেশের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বাদ জুম্মা জাতীয় প্রেসক্লাবের সামনে মাদানী কাফেলা আয়োজিত মানববন্ধনে বক্তারা এই দাবি জানান। কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ওয়ালিউল্লাহ আরমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাফেলার সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহিদ হাতিমী, আ খ ম সুহাইল আহমদ, হাফিজ আহমাদুল হক উমামা, আসআদ আহমদ, নিজাম উদ্দীন আদনান প্রমুখ। বক্তারা বলেন, হাওর জনপদের প্রায় সকল কওমি মাদরাসাসমুহ স্থানীয় জনসাধারণের সহযোগিতায় চলে। প্রতি বছর বৈশাখী ফসল থেকে কৃষকরা মসজিদ মাদরাসাসমুহে বিশেষ দান করে থাকেন। কিন্তু এবার কৃষকরাই ক্ষতিগ্রস্থ সেখানে এসব এলাকার কওমি মাদরাসাসমুহে এর প্রভাব পড়ে কওমী মাদরাসাসমুহে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রয়োজন

১৩ অক্টোবর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ