বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : সাদা পোষাকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে হুমায়ুন কবীর মিঠু (৪৮) নামে এক শ্রমিক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পর খুঁজে পাওয়া যাচ্ছে। গত মঙ্গলবার মধ্যরাতে ঝিনাইদহ পৌরসভা এলাকার পবহাটী গ্রাম থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তিনি পবহাটী গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এ ব্যাপারে হুমায়ুন কবীর মিঠুর স্ত্রী নাসিমা বেগম বুধবার ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেছেন। যার জিডি নং ১২১৭। এদিকে সাদা পোষাকে তুলে নিয়ে যাওয়া ঝিনাইদহ বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য হুমায়ুন কবীর মিঠুকে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফেরৎ না দিলে ২৪ ঘণ্টা পর কঠোর কর্মসূচি ঘোষণার হুঁসিয়ারি দিয়েছেন ঝিনাইদহ শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি একরামুল হক লিকু। এ সময় শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক দাউদ হোসেন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর, আবু সাঈদ, নিখোঁজ হুমায়ুন কবীর মিঠু স্ত্রী নাসিমা বেগম, বিশ্ববিদ্যালয়ে পড়–য়া মেয়ে তানিয়া সুলতানা, ছেলে রাহাত কবীর, বাবা আব্দুল মান্নান ও মা মরিয়ম বেগম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।