বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার-১ সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহম্মেদকে গণসংবর্ধনা দিয়েছেন ৪ পুলিশ হত্যা, নাশকতাসহ এক ডজন মামলার আসামি। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
গত বুধবার বিকালে নাশকতা মামলার আসামী জামাল হোসেনের আয়োজনে উপজেলার রামভদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এমপিকে গণসংবর্ধনা দেয়া হয়। রামভদ্র ওয়ার্ডের আ’লীগের সভাপতি-আফছার আলীর সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন এমপি গোলাম মোস্তফা আহম্মেদ। ওই সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, সমাজসেবক মজিবর রহমান বাদশা, নাশকতা মামলার আসামী বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন প্রমুখ। গণসংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই সোনালি ফিডের স্বত্বাধিকারী জামাল হোসেন নব-নির্বাচিত এমপি গোলাম মোস্তফা আহম্মেদের হাতে নৌকার প্রতীক সম্বলিত ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধিত করেন। এলাকাবাসী ও থানা সূত্র জানায় জামাল হোসেন তার ২ ভাই ও পিতা-আলহাজ্ব ফরিদ উদ্দীনের বিরুদ্ধে বিগত ২৮ ফেব্রুয়ারি/১৩ইং বামনডাঙ্গায় ৪ পুলিশ হত্যা, নাশকতা, বিস্ফোরক মামলাসহ কয়েক ডজন মামলা রয়েছে। আলহাজ্ব ফরিদ উদ্দীন জামায়াতের অর্থ যোগানদাতা বলেও প্রকাশ। এদিকে হত্যাযজ্ঞ, নাশকতা ও বিস্ফোরক মামলার আসামীদের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠান ও তার বাড়িতে ভুড়িভোজে সরকার দলীয় এমপি যোগ দেয়ায় উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। কঞ্চিবাড়ি ইউনিয়নের তথ্য ও প্রচার সম্পাদক প্রভাষক আব্দুস সামাদ আজাদ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান সরকার দলীয় সংসদ সদস্যের জামায়াত-শিবিরের সাথে আতাতসহ গণসংবর্ধণা নেয়া কোন অবস্থাতেই মেনে নেয়ার মত নয়। এ ব্যাপারে মতামত জানতে চাইলে পৌর আ’লীগের সভাপতি আহসানুল করিম চাদ জানান, আমরা চরমভাবে দুঃখিত ও হতাশাগ্রস্থ। তিনি আরো জানান বর্তমান এমপির পৃষ্ঠ পোষকতায় জামায়াত-শিবির পুনরায় সংগঠিত হচ্ছে এবং ২৮ শে ফেব্রুয়ারির মতো আবারো কিছু ঘটাতে পারে। পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার জানান ওই অনুষ্ঠানে আমাকেও আমন্ত্রন করা হয়েছিল কিন্তু আমি যাইনি। কারণ জামায়াত-শিবিরের হাতে সংবর্ধণা নেয়া একটা নোংরামি কাজ। উপজেলা আ’লীগের সদস্য দীপক কুমার বাবলু জানান আমরা দলীয়ভাবে এটার নিন্দা জানাই। উল্লেখ্য, উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠানের ব্যানারে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া, পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, থানা অফিসার ইনচার্জ-আতিয়ার রহমানের নাম লেখা থাকলেও তাঁরা কেউ উপস্থিত ছিলেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।