রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়া খেলার অপরাধে আ’লীগ নেতাসহ দুই শিক্ষকের জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাসেল মিয়া। এর আগে শনিবার রাত ২ টায় থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ধুবনী মোড়ে ঘরের ভিতর জুয়া খেলার সময় হাতে নাতে তাদের গ্রেফতার করে। এরা হলেন শান্তিরাম গ্রামের শামছুল হক ব্যাপারীর ছেলে আনোয়ারুল ইসলাম, ও একই গ্রামের হায়দার আলী খন্দকারের ছেলে বিপ্লব ওরফে দুলু এবং কঞ্চিবাড়ী গ্রামের নুরুজ্জামানের ছেলে সরোয়ারুল ইসলাম বাবু। আনোয়ারুল ইসলাম উপজেলার পরান কচর আলী দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক (শরীরচর্চা) ও সরোয়ারুল ইসলাম বাবু সতীরজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (কম্পিউটার) পদে কর্মরত রয়েছেন। বিপ্লব ওরফে দুলু উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য বলে জানা গেছে। শনিবার সকাল ১১ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারা মোতাবেক প্রত্যেকের ১০০ টাকা করে জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।